Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমব্রেলা মুভমেন্টের সংগঠকদের বিরুদ্ধে মামলার সম্ভাবনা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রায় দুই বছর পর মামলার মুখোমুখি হতে যাচ্ছেন আমব্রেলা মুভমেন্টের আন্দোলনকারীরা। হংকংয়ে ২০১৪ সালে গণতন্ত্রের দাবিতে ও চীনা শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কয়েক লাখ মানুষ, যা আমব্রেলা মুভমেন্ট নামে পরিচিতি পায়। গত সোমবার হংকং পুলিশ মামলা করার ইঙ্গিত দিয়েছে। বিক্ষোভকারীদের নেতা অধ্যাপক চান কিন মান জানান, ২০১৪ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের আয়োজন কিংবা নেতৃত্বে থাকা অন্তত নয়জন অ্যাক্টিভিস্টকে মামলায় অভিযুক্ত করতে চাইছে পুলিশ। এরই মধ্যে এ পদক্ষেপ ডেমোক্র্যাটদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এদিকে এ ধরনের ইঙ্গিতের ফলে চীন-শাসিত শহরটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ওয়ানচি বার জেলায় পুলিশ সদও দপ্তরের বাইরে একটি প্রতিবাদ র‌্যালির আয়োজন করা হয়। হংকংয়ের প্রথম নারী নেতা ও চীনপন্থী নির্বাহী প্রশাসক ক্যারি লামের নির্বাচিত হওয়ার এক দিনের মাথায় এ পদক্ষেপ সম্পর্কে জানা গেল। নিজের বিজয় ভাষণে লাম রাজনৈতিক বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ