Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুলতানী আমলের পুরাকীর্তির সন্ধান লাভ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফাহিম ফিরোজ : চুয়াডাঙ্গা জেলার ঘোষবিলা গ্রামে সন্ধান পাওয়া গেছে ছয়শ’ বছরের পুরনো সুলতানী আমলের মুসলিম নিদর্শন। এগুলো হলো- হযরত শাহনূর (র:) বাগদাদী কর্তৃক ব্যবহৃত মাথার তিনকোনাবিশিষ্ট টুপি, পোশাক এবং হাঁসা। জানা যায়, ধর্ম প্রচারের জন্য সেই সময় শাহনূর বাগদাদী অত্র এলাকায় আগমন করেন। প্রতœতাত্ত্বিক জরিপের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ গোলাম ফেরদৌস জানান, এসব অমূল্য নিদর্শন সুলতানী আমলের। তিনি আরও জানান জীবননগর থানায় ভৈরব নদীর পাশে ডিম্বাকৃতির একটি উঁচু প্রতœ ঢিবির সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে এটি সেন আমলের শেষের দিকে হতে পারে। এখানে খনন কাজের সম্ভাবনা রয়েছে। প্রতœতত্ত্ব জরিপকালে ঐ অঞ্চলে আরও পাওয়া গেছে পনের শতকের ব্যবহৃত পাথরের শীল, পোড়ামাটির তৈল প্রদীপ, অলংকৃত ইট, ২৮৬ বছর আগে দিল্লীর সম্রাট মোহাম্মদ শাহের নাম ও হিজরী সন (১১৫১) যুক্ত একটি রৌপ্যমুদ্রা বাংলার স্বাধীনতা হরণকারী লর্ড ক্লাইভের ব্যবহৃত কাঠের টেবিল, চেয়ার ইত্যাদি। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় প্রতœতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম গত মাসে শেষ হয়েছে। এ পর্যন্ত ৯২টি পুরাকীর্তিসহ গুরুত্বপূর্ণ প্রতœবস্তুর সন্ধান মিলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুলতানী আমলের পুরাকীর্তির সন্ধান লাভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ