Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাতকে ৩টি ঘর পুড়ে ছাই

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকের দোলারবাজার ইউপির রাউলী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। রোববার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ ঘটনা ঘটে। ফলে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউলী গ্রামের মৃত নবাব মিয়া ওরফে আব্দুর রহমানের পুত্র মাওলানা তাওহীদুর রহমান, মৃত খুরশেদ আলীর পুত্র আরজু মিয়া ও আবারক মিয়ার পৃথক ৩টি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাত প্রায় ১০টায় প্রথমে আবারক আলীর বসতঘর থেকে আগুন মুহূর্তের মধ্যেই পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও ঘরগুলোর কিছুই রক্ষা করতে পারেননি। গ্রামের মছলু মিয়া, সারোয়ার আহমদ, মুকিতুর রহমান অপুসহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আগুনে মৃত নবাব মিয়ার ৩ পুত্র তওহীদুর রহমান, আব্দুস সামাদ, সাবাজ মিয়া ও কাপ্তান মিয়ার একই বসতঘর ছাড়াও আরজু মিয়া ও আবারক মিয়ার বসতঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ধান-চাল, কাপড়চোপড়, আসবাবপত্র, মোবাইল, টিভিসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। গ্রামে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে তাদের পুনর্বাসনে সকলের সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ