Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাহজালালে ৪ অবৈধ ডলার ব্যবসায়ীর কারাদ-

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারজন অবৈধ ডলার ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- দিয়েছেন বিমানবন্দর আদালতের ম্যাজিস্ট্রেট। তাদের ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর ম্যাজিস্ট্রেট এ দ-াদেশ প্রদান করেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সুজন আকন্দ, সাইফুল, খোরশেদ ও মাঈন উদ্দিন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বলছে, বিমানবন্দরের বহির্গমন ৬ নম্বর গেটের বাইরে ওই ব্যক্তিরা বিদেশগামী যাত্রীদের কাছে চড়া দামে বৈদেশিক মুদ্রা বিক্রি করে। এভাবে তারা যাত্রী হয়রানি ও গণউপদ্রব সৃষ্টি করে। সেখানে কর্তব্যরত এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্যরা তাদের আটক করে।
ওই ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৮৫ সৌদি রিয়াল, ৩৫০ মালয়েশিয়ার রিঙ্গিত, ৪০ ইউএস ডলার, সাতটি বাহরাইনের দিনার, ২৮ ওমানের রিয়াল, ৪০ সিঙ্গাপুরের ডলার, ইউনাইটেড আরব আমিরাতের ৬০ দিরহাম, কাতারের ১০ রিয়াল জব্দ করা হয়। পরে তাদের বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন।
এপিবিএন জানায় দ- প্রাপ্তরা হলেন, মোঃ সুজন আকন্দ (২৯), পিতা-মোঃ মহসিন আকন্দ, সাং-চরহোগলা, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশাল, সাইফুল (৩২), পিতা-দেলোয়ার হোসেন, সাং-পূর্ব বেলাগাঁও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, মোঃ খোরশেদ (২৭), পিতা-আরব আলী, সাং-পরারবন, থানা-মিটাবন, জেলা-কিশোরগঞ্জ, মাঈন উদ্দিন (৩৫), পিতা-আব্দুস সালাম, সাং-মরিচা, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহজালালে ৪ অবৈধ ডলার ব্যবসায়ীর কারাদ-
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ