Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি নিহত ৪ : নিখোঁজ ১৫

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুই নারী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজধানীর রামপুরা এলাকার সাত্তার মিয়া (৪০), জোহরা বেগম (৭০) কাঞ্চন বেগম (৬৮) ও অজ্ঞাত এক মেয়ে শিশু।
নারায়ণগঞ্জের বন্দর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহআলম জানান, রাজধানীর রামপুরা থেকে ১২০ জনের একদল ইঞ্জিনচালিত ট্রলারে করে কুমিল্লার বেলতলিতে সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টায় সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় বোশরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে দুই নারী এক পুরুষসহ ও এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় এখনও ১৫ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ