ভিভো ওয়াই১২এস এর বিক্রি শুরু

দেশের বাজারে যাত্রা শুরু করলো বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো'র নতুন স্মার্টফোন ওয়াই১২এস। ১২ হাজার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত শনিবার ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনার বক্তারা এ পরামর্শ দেন।
এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে প্রাণ-আরএফএল গ্রæপ, আইএফআইসি ব্যাংক, বিস্ক ক্লাব, অনলাইন জব পোর্টাল জাগো জবস ও জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম।
সেমিনারটি সঞ্চালনা করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক ও ক্যারিয়ার বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কে হক।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রগতি ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জালালুল আজিম, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী, ও আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের পরিচালক (স্ট্যাটেজিক প্লানিং ও মার্কেটিং) তারিক উজ জামান সেমিনারে বক্তব্য রাখেন।- প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।