Inqilab Logo

বুধবার, ১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

ও.আই.এস সাইন্স ফেয়ার ২০১৭

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাধানীর ধানমন্ডিতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী ও.আই.এস সাইন্স ফেয়ার ২০১৭’। এই ফেয়ারে উৎসবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীরা। ৩০শে মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় ২০০টি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর গবেষণাধর্মী ও উদ্ভাবনীমূলক প্রজেক্ট নিয়ে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ঢাকা ল্যাবরেটরিস, বি.সি.এস.আই.আর এর ডিরেক্টর ইন চার্জ ড. সারওয়ার জাহান। অনাড়ম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রেসিডেন্ট মোহাম্মাদ সাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল প্রফেসর রবার্ট মারটিন বারনেট, ইউনিভার্সিটি অফ ঢাকার থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রাক্তন চেয়ারম্যান ড. তানভির হানিফ, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট অফ ক্যামিষ্ট্রি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শাফিউল আযম, ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিন্যাশান (বাংলাদেশ এন্ড নেপাল) এর স্কুল ডেভেলপমেন্ট ম্যানেজার সুজি চৌধুরী, ঢাকা ল্যাবরেটরিস (বি.সি.এস.আই.আর) এর প্রিন্সিপাল সায়িন্টিফিক অফিসার জন লিটন মুন্সিসহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রজেক্টগুলোতে শিক্ষার্থীদের মাঝে ক্ষুদে বিজ্ঞানীদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন তারা। তাছাড়া শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ দেখে মুগ্ধ হয়েছেন তারা। দু’দিন ব্যাপি এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং দর্শনার্থীদের সরব উপস্থিতি তৈরি করে এক উৎসব মুখর পরিবেশ।

ষ সাইফুল হক পলাশ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ