Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৮ সফর ১৪৪১ হিজরী

সাতক্ষীরায় ট্রাকচাপায় পথচারী নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ৫:১৯ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বাঁকাল এলাকায় ট্রাকচাপায় সোহাগ হোসেন (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ আলিপুর গ্রামের আরাম উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুরে পণ্যবাহী একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিলো। পথে বাঁকাল এলাকায় এলে ট্রাকটি পেছন থেকে সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি উল্টে পানিতে পড়ে গেলে চালকসহ দু'জন আহত হন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ