Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেলানিয়ার নিরাপত্তা ব্যয় নিয়ে বিরক্ত নিউইয়র্কবাসী

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে হোয়াইট হাউসে বাস করার জন্য একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের পাঁচ লাখ বাসিন্দা। তাদের দাবি ট্রাম্প টাওয়ারে বসবাসের কারণে মেলানিয়ার নিরাপত্তার জন্য নগর কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। তাই মেলানিয়া হয় হোয়াইট হাউসে তার স্বামীর সঙ্গে বাস করবেন নতুবা তার নিরাপাত্তার জন্য যে বাড়তি খরচ হচ্ছে, তা ট্রাম্প পরিবারকে নিজেদের পকেট থেকে যোগান দিতে হবে। গত জানুয়ারিতে অভিষেক অনুষ্ঠানের পর থেকে নিয়মমাফিক সপরিবারে হোয়াইট হাউসে থাকার কথা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু কনিষ্ঠ সন্তান ব্যারনের স্কুলের কথা ভেবে মেলানিয়াকে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রাখার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ কারণে ট্রাম্প টাওয়ার ও মেলানিয়া-ব্যারনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি কংগ্রেসে নিউ ইয়র্কের প্রতিনিধিদের কাছে নগর পুলিশ বিভাগের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প টাওয়ার ও মেলানিয়া-ব্যারনের নিরাপত্তার জন্য প্রতিদিন করদাতাদের ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। ট্রাম্প পরিবারের সদস্যদের হোয়াইট হাউসে পাঠানোর দাবিতে লেখা আবেদনে বলা হয়েছে, জাতীয় ঋণের ভার কমানোর জন্য এ ধরনের বাড়তি খরচ বন্ধ করতে হবে। আবেদনকারীদের অনেকে ট্রাম্প পরিবারের অমিতব্যয়ী আচরণেরও সমালোচনা করেন। এক লাখ ৫০ হাজার স্বাক্ষরের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় আবেদনটি এখন মার্কিন সিনেটে পাঠান হবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ