Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গো রক্ষকদের মুসলিম হত্যাকে অন্ধ বর্বরতা বললেন রাহুল

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ারে স্বঘোষিত গো-রক্ষকদের গণপিটুনিতে পেহলু খান নামে এক মুসলিম নিহত এবং ৪ জন আহত হওয়ার ঘটনায় সংসদে তীব্র প্রতিবাদ করেছে বিরোধী দল কংগ্রেস। গত বৃহস্পতিবার কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী ওই ঘটনার নিন্দা করে দোষীদের বিরুদ্ধ কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। গত সোমবার রাতে রাজস্থানের একদল স্বঘোষিত গো-রক্ষকদের গণপিটুনিতে হরিয়ানার নূহ জেলার বাসিন্দা পেহলু খান নামে এক ব্যক্তি হাসপাতালে মারা যান। রাজস্থান থেকে ট্রাকে করে গরু কিনে ফেরার পথে তিনি ও তার সহযোগীরা আক্রান্ত হন। ওই হামলার ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় গো-রক্ষকদের হামলার বিষয়টি উত্থাপন করেন কংগ্রেসের মহাসচিব দিগি¦জয় সিং। গো-রক্ষার নামে গুন্ডামি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, আমরা গো-রক্ষার নামে এ ধরণের ঘটনাকে সমর্থন করি না। কিন্তু যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি খুব স্পর্শকাতর হওয়ায় এমন কোনো বার্তা যাওয়া উচিত নয় যেন মনে হয় আমরা গো-হত্যাকে সমর্থন করি। আজ বিরোধীরা ওই ইস্যুতে কথা বলতে চাইলে রাজ্যসভার ভাইস-চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন অনুমতি দেননি। এর প্রতিবাদে কংগ্রেস সদস্যরা গোলযোগ সৃষ্টি করেন। বিরোধীদলীয় নেতা গুলামনবী আজাদ কেন্দ্রীয় মন্ত্রী নাকভিকে কটাক্ষ করে বলেন, আমার খুব দুঃখ হচ্ছে যে দেখা যাচ্ছে মন্ত্রী কোনো খবরই রাখেন না। দেশ-বিদেশের গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে এমনকি নিউইয়র্ক টাইমসেও বিষয়টি প্রকাশিত হয়েছে কিন্তু মন্ত্রী তা জানেন না। কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী আলওয়ারের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এটা রাজস্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মর্মান্তিক ঘটনা। যখন সরকার দায়িত্ব ঝেড়ে ফেলে মারমুখী জনতাকে রাস্তা ছেড়ে দেয়, তখন এ ধরনের বিশাল ট্র্যাজেডি স্বাভাবিক। তিনি বলেন, আমি আশা করছি সরকার এ ধরণের নিষ্ঠুর এবং বিবেকহীন হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। সকল শুভবুদ্ধিসম্পন্ন ভারতীয়কে এ ধরণের অন্ধ বর্বরতার নিন্দা করা উচিত বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন। এদিকে, মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দাদরিতে মুহাম্মদ আখলাক হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত গো রক্ষার নামে ষষ্ঠ মুসলিমকে হত্যা করা হল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এখন প্রশ্ন দেখা দিয়েছে দেশে আইনের শাসন চলবে না কি গো-রক্ষদের শাসন চলবে? পুলিশ প্রশাসনের সঙ্গে গো-রক্ষকদের যোগসাজশ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। হরিয়ানার বাসিন্দা কিছু লোক গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় স্বঘোষিত গো-রক্ষকরা একটি জাতীয় সড়কের উপরে তাদের গাড়ি আটকে রেখে হামলা চালায়। গরু বহনকারী গাড়ি রাজস্থানের জয়পুর থেকে হরিয়ানার নূহ জেলার দিকে যাচ্ছিল। ডেইলি ইতেমাদ 



 

Show all comments
  • ৮ এপ্রিল, ২০১৭, ৩:১৪ পিএম says : 0
    উগ্র ধর্মান্ধ হিন্দুদেরকে যদি ফেরান না হয় ! তাহলে মানবতা অবশ্যই ভুলুন্ঠিত হবে ,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ