Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সফল অস্ত্রোপচার

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরতর আহত চট্টগ্রাম কলেজছাত্র রিফাত রাসূল সৈকতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। এ অস্ত্রোপচারের মাধ্যমে পা ফিরে পেয়েছে রিফাত।
গত শনিবার রাতে জটিল অপারেশনটি সম্পন্ন করেন মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল।
এ সময় তার সাথে অপারেশন টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডা: শরিফুল ইসলাম, চিফ অ্যানেস্থেসিওলজিস্ট ডা: মো. সুমন শিকদার।
রিফাতের বাবা আলমগীর হোসেন জানান, রিফাত নগরীর জামাল খান এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতাল থেকে স্থানান্তর করে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করি। মেট্রোপলিটন হামপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল বলেন, এ ধরনের রোগীকে ছয় ঘণ্টার মধ্যে অপারেশন সম্পন্ন করতে হয়। তা না হলে রোগীর ক্ষতিগ্রস্ত পা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি জীবনেরও ঝুঁকি থাকে। জরুরি অপারেশনের পর বর্তমানে রোগী সুস্থ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ