Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্পিনার হান্টে সেরা নাইম

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্পিনার হান্টে এন্ট্রি করার আগে ক্রিকেট বল নেয়নি যে ছেলেটি হাতে, সিলেটের সেই নাইম আহমেদই রবি স্পিনার হান্ট কর্মসূচিতে সেরা স্পিনারের পুরস্কার পেয়েছে! সারা দেশে প্রায় ১০ হাজার প্রতিযোগী থেকে ধাপে ধাপে বাছাইয়ের পর চ‚ড়ান্ত পর্বে পাঁচ দিনের আবাসিক ক্যাম্প শেষে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে নির্বাচিত সেরা ১০ স্পিনারের মধ্যে সেরা বিবেচিত হয়েছে নাইম। নিখুঁত নিশানা ও ধারাবাহিকতায় সেরা রংপুরের রিশাদ হোসেন। সেরা নারী স্পিনার খুলনার সুলতানা খাতুন। ভিন্নভাবে সক্ষম সেরা স্পিনার ঢাকার মোহাম্মদ নাসিম। বিসিবির সহযোগিতায় ও মোবাইল টেলিফোন প্রতিষ্ঠান রবির উদ্যোগে গত ফেব্রæয়ারিতে শুরু হয় এই স্পিন হান্ট। জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৬৪ জেলায় অনুষ্ঠিত হয় আয়োজনের প্রথম পর্ব। সেখান থেকে বাছাই করা হয় এক হাজার স্পিনার। যার মধ্যে ছিল ৯২৮ জন ছেলে, মেয়ে ৭২ জন। পরে বিভাগীয় পর্যায়ে করা হয় দ্বিতীয় পর্ব। সেখান থেকে ৬০ জন উত্তীর্ণ হয়েছিল চ‚ড়ান্ত পর্বে। ট্রফির পাশাপাশি বিজয়ীদের জন্য ছিল আর্থিক পুরস্কারও। ১০ সেরা স্পিনারের মধ্যে পাঁচজনই লেগ স্পিনার। এদের পাশে পাশে এক নারী স্পিনার এবং এক প্রতিবন্ধী স্পিনারও রবি স্পিনার হান্টের পুরস্কারে ভুষিত হয়েছে। বিসিবি একাডেমিতে উন্নত প্রশিক্ষনের সুযোগ পাবে এই ১২ স্পিনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিনার

৯ এপ্রিল, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ