Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জলাতঙ্কের টিকা আতঙ্ক

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

জলাতঙ্ক যে খুবই ভয়াবহ একটি অসুখ এতে সন্দেহ নেই। কুকুর, বিড়াল কামড় বা আঁচড় দিলেই তাই আমরা আতঙ্কিত হয়ে পড়ি, টিকা লাগবে কি না? এই আতঙ্ক মোটেও অমূলক নয়। তাই কয়েকটি দরকারি ব্যাপার জেনে রাখা ভালো।
জলাতঙ্কের ভাইরাস শরীরে প্রবেশ করলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এক ধরনের উত্তেজনা তৈরি হয় এবং রোগী আলো, শব্দ, হাওয়ার প্রতি ভীতি অনুভব করে। খিঁচুনি হতে পারে এবং খাদ্য গেলার পেশী শক্ত হয়ে যায়। পানি পান করাও অসম্ভব হয়ে পড়ে। দুই থেকে সাত দিনের মধ্যে (সংখ্যাটির খুবই তারতম্য হতে পারে) মৃত্যু পর্যন্ত হতে পারে।
ভাইরাসটি ছড়ানোর জন্য কিছু পশু আর পাখি হিসেবের মধ্যে রাখা হয়। কুকুর, বিড়াল, শেয়াল, ইঁদুর, খরগোশ, বানর, বাদুড়সহ প্রায় সকল মাংসাশী প্রাণী জলাতঙ্ক ভাইরাস ছড়াতে পারে। এজন্য তাকে নিচের যে কোনো একটি কাজ করতে হবে।
১। কামড় দিতে হবে
২। আঁচড় দিতে হবে
৩। ক্ষত চামড়ায় লেহন (চাটা) করতে হবে
৪। যে কোনোভাবে মিউকাস আবরণী (অর্থাৎ দেহের যে কোনো ছিদ্রের ভেতরের চারপাশের নরম অংশ) স্পর্শ করতে হবে
৫। বাদুড়ের বিষ্ঠা শ্বাসের মাধ্যমে প্রবেশ করে।
এইবার আসা যাক টিকা প্রসঙ্গে। যদি আপনার গৃহপালিত পশু দিয়ে আক্রান্ত হন, পশুটি সুস্থ থাকে, আর আপনি নিশ্চিতভাবে পরবর্তী দশ দিন পশুটিকে পর্যবেক্ষণ করতে পারবেন, তবে তাৎক্ষণিক টিকা নেয়া লাগবে না। কিন্তু দশ দিনের ভেতরে পশুটির রোগের কোনো লক্ষণ দেখামাত্র আপনার টিকা নিতে হবে, পশুটিকে ব্যথামুক্ত নিধন করতে হবে (সরকারি নির্দেশনা অনুযায়ী) এবং মৃত পশুটিকে পরীক্ষা করাতে হবে। অন্যান্য যে কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক টিকা নিতে হবে। যে কোনো সন্দেহ, প্রশ্নের জন্য জনস্বাস্থ্য বিভাগে পরামর্শ নিতে পারেন।
আগে ঘঞঠ-অজঠ টিকাটি নাভীর চারদিকে চামড়ার নিচে চৌদ্দদিন দেয়া হতো। তবে বর্তমানে ঐউঈঠ, চঠজঠ, চঈঊঈ প্রভৃতি টিকা বেশি জনপ্রিয়। পূর্বে টিকা নেননি এমন রোগীর জন্য বাহুর পেশিতে ০, ৩, ৭, ১৪ এবং ২৮ (ঐচ্ছিক) তম দিন টিকা নিতে হবে। শিশুদেরও একই ডোজ (জধনরঢ়ঁৎ ১সষ), একই নিয়ম। এক বছরের মধ্যে আবার আক্রান্ত হলে ১টি টিকা, ৫ বছরের মধ্যে আক্রান্ত হলে ২টি টিকা (০,৩য় দিন) এবং এর পরে আক্রান্ত হলে আবার সবগুলো টিকা নিতে হবে।
এছাড়া ইমিউনো গেøাবিন দিয়ে আক্রান্ত হওয়ার সাথে সাথে আরেক ধরনের টিকা নিয়ে পরোক্ষ উপকার পাওয়া যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের পশু দিয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, তারা আক্রান্ত হওয়ার আগেই সতর্কতামূলক টিকা নিয়ে রাখতে পারেন। গৃহপালিত পশুদেরও নিয়মিত জলাতঙ্কের টিকা দিয়ে রাখা উচিত।
ডা. আহাদ আদনান
রেজিস্ট্রার (শিশু বিভাগ), আইসিএমএইচ, মাতুয়াইল, ঢাকা।



 

Show all comments
  • কাজী অনিক ১৭ মার্চ, ২০১৮, ১০:৫৫ পিএম says : 7
    আমাকে কুকুর কামর দেয়নায়,শুধু পা লাগছিল,এতে কোনো আচর বা রক্ত বের হয় নায়।তার পর ও আমি ইনজেকশন নিতেছি। প্রশ্ন হলো আমাকে কুকুর কামর দেয় নায় বা কুকুরের কোনো জীবাণু আমার শরীরে প্রবেশ করেনি কিন্তু আমি ঠিকই ইনজেকশন নিয়ে ফেলছি,এতে কোনো side affect হবে না,,plzz amr ans dbn
    Total Reply(0) Reply
  • এহেতেশাম পারভেজ ১৫ মে, ২০১৮, ৩:৩২ পিএম says : 1
    আমি ৩ মাস আগে টিকা নিয়েছি কারন আমাকে ককুর আচর দিয়েছিলো এখন যদি আমাকে আবার আক্রমন করে তাহলে কি আবার টিকা টি নিতে হবে?
    Total Reply(0) Reply
  • Sumon ১৩ অক্টোবর, ২০১৮, ৬:৪৮ পিএম says : 0
    গরুজলাতঙ্কে আক্রান্ত হয় আমি তার লালায় পা দিয়েছি আমি কি টিকা নিব
    Total Reply(0) Reply
  • প্রান্ত ১৭ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ পিএম says : 0
    আমাকে গতকার কুকুর কামর দেয় হালকা চামরা ছিলে যায় যা কিছুখন পরেই চোখে পরার মত নয়,,,,আজ মজাখালি থেকে ইনজেকশন নেই একটা,,,তবে টাকা না থাকা রেবিশ এরটা নিতে পারিনি,,,,আগামি তারিখে নিলে কি কোন সমস্যা হবে,,,,,???
    Total Reply(0) Reply
  • SM SANAUL ১ জানুয়ারি, ২০১৯, ১২:৪৩ পিএম says : 0
    আমাকে একটি বিড়াল আচর দিয়েছে,এবং সামান্য পরিমান রক্ত বেড় হইছে,আমি inj.Rabics Vaccine প্রথম ড্র‌োজে নিয়েছি,আমাকে কি inj. Rabix-IG নিতে হবে?
    Total Reply(0) Reply
  • MD.RAJU SAEDER ১ এপ্রিল, ২০১৯, ১০:২৪ পিএম says : 0
    আমাকে গত 10/11 বছর আগে কুকুরে কামর দিলে আমি কোনো সুই নেইনি।সধরনেরকবিরাজি চিকিতসা করি।এখন আমার কি করা উচিত।আমি গত 27/3/20ফরিদপুরহাসাপাতালে গেলে আমাকে দিকোন সুই দিলো না ।ডাঃবললো ঢাকা মহখালি যেতে।
    Total Reply(0) Reply
  • Arup ১৭ মে, ২০১৯, ৩:২৫ এএম says : 0
    আমার একটি পোষা কুকুর আছে সে সভারই স্নেহতুল্য এখন বিষয় হচ্ছে গত দুইতিন দিন ধরে অর্থাত ১২ তারিখ থেকে ১৫ সে কোন রকমের কোনু খাচ্ছেনা স্বভাবতই আমরা যে বাশি খাবার খেলে এই সমস্যা দেখা দেয় আর তাই আমি এন্টাসিড টেবলেট পানিতে গুলে সিরিন্জে ভরে খাওয়ানর চেষ্টা করি এতে প্রথমবার আমি সফল হইনা জোর জবরদস্তিতে তার একটু লেগে যায় আমার আন্গুলে এবং একটু পরেই একফোটার চেয়ে রক্ত বেড়হয় আমি সাবান দিয়ে হাত ধুয়ে একধিক স্যাভলন দেই এতে ক্ষতস্হানটি দেখাও যাচ্ছেনা ২৪ ঘন্টার মধ্যে শূধুই টিটেনাস নিয়েছি কামর দিয়ছিলো ১৫/০৫/১৯ আজ ১৬ তারিখ শেসরাত সাড়ে তিনটা এখন আমার কি করা উচিত স্যার যদি বলতেন তাহলে খুবই উপক্রিত হতাম
    Total Reply(0) Reply
  • শরিফুল ইসলাম ২৪ মে, ২০১৯, ৬:৩৮ এএম says : 0
    শরিফুল ইসলাম আমার ভাই কে দুই মাস আগে একটা বিড়াল আচরে দিয়েছে এখন তার পেট ফুলে থাকে এবংযেখানে আচরে দিয়েছিল সেখানে একটু টিমারের মত ফুলে আছে তার কি জলাতঙ্ক হয়েছে
    Total Reply(0) Reply
  • soniaakter ১১ জুন, ২০১৯, ৬:৫১ পিএম says : 0
    আমার বড় ছেলেকে কুকুরে কামড় দিয়েছে রক্ত বের হয়নি একটু ফুলে গিয়েছে।এর আগেও আমি বিড়ালের আচড়ের জন্য সন্দেহজনকভাবে দুইবার ভেকসিন দিয়েছি। এবার নিয়ে গেলে ডাক্তার বলে ভেকসিনের পার্শপ্রতিক্রিয়া হতে পারে মৃত্যুওহতে পারে এটিকি আসলে সত্য,আমি ভেকসিন দিতেও ভয় পাচ্ছি আবার না দিলেও ভয় পাচ্ছি। এখন আমি কি করব? দয়া করে একটু জানাবেন।
    Total Reply(0) Reply
  • সুজন ১৫ আগস্ট, ২০১৯, ১:০৯ পিএম says : 0
    আমাকে বিড়াল আচর দিছে এখন আমি কি করতে পারি
    Total Reply(0) Reply
  • Abdullah AL Amin ১৯ জানুয়ারি, ২০২০, ৮:১৯ পিএম says : 0
    আমার ৫ বছর বয়েসে কুকুরে কামড় দিলে তখন ভেক্সিন দিয়েছিলাম, এখন আমার বয়স ১৮ এখন আবার বিড়ালে হাচড় দিয়েছে, তো এবারও ভেক্সিন দিচ্ছি, তবে এটা কি ঠিক হচ্ছে?
    Total Reply(0) Reply
  • Abdullah AL Amin ১৯ জানুয়ারি, ২০২০, ৮:১৯ পিএম says : 0
    আমার ৫ বছর বয়েসে কুকুরে কামড় দিলে তখন ভেক্সিন দিয়েছিলাম, এখন আমার বয়স ১৮ এখন আবার বিড়ালে হাচড় দিয়েছে, তো এবারও ভেক্সিন দিচ্ছি, তবে এটা কি ঠিক হচ্ছে?
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ১১ মার্চ, ২০২০, ২:০৮ এএম says : 0
    আমাকে কুকুর কামড় দিয়ে ছিলো আমি ২ ক্যাটাগরি ভ্যাকছিন নিয়েছি কিন্তুু ২টি নেওয়ার পর আক্রান্ত স্থান চুল কায় ছিলো আমি বাকি ভ্যাকছিন কমপিলিট করেছি। আক্রান্ত স্থানেে জ্বীবানু হয়ে সারা শরীল ছড়িয়ে গেছে এখন আমি rabies রোগী কি চিকিৎসা নিতে পারি
    Total Reply(0) Reply
  • shekh muzahid islam ১৩ এপ্রিল, ২০২০, ৮:৩৪ এএম says : 0
    আমাকে একটা বাচ্ছা বিড়াল কামরে খুব ক্ষৎ করে দিচ্ছে। আমরা এখন কি করা উচিৎ?
    Total Reply(0) Reply
  • উজ্জল ২৪ এপ্রিল, ২০২০, ৩:৫১ পিএম says : 0
    আমার বাড়িতে একটা বিড়াল আছে, আমার হাতে একটু আচড় লেগেছে। সামান্য এক বিন্দু রক্ত বের হয়ে, এখন আমার কি করনিয়?
    Total Reply(0) Reply
  • সনজয় চক্রবর্ত্তী ২ মে, ২০২০, ৬:৫০ পিএম says : 0
    আমি ৩ বছর আগে রাবিপুর ৫টি টিকা দিয়েছি। গত ৯ মাস আগে সন্দেহ জনক কারনে রেবিস ভি সি ৩ টি টিকা দিয়েছি। ৫ দিন আগে প্রায় ৬ বা ৭ মাস আগে কুকুর কামর দেওয়া একটি পাপস আমার পায়ে ঘসা লাগে। রক্তবা চামরা উঠেনি। আমার কি কিছু করতে হবে।
    Total Reply(0) Reply
  • ফয়সাল খান ৬ মে, ২০২০, ৯:০২ পিএম says : 0
    আমাকে ২০১৯ এর ডিসেম্বরে ১০ তারিকে একটি জলাতংক আক্রান্র বিড়াল কামড় দেয়। তবে কোনো রক্ত বের হয় নি একদম সামান্য কামড় ছিলো।আমি ওই স্থানটি সাবান দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলি। তবে আমি এপ্রিল এ ভেক্সিন নেই ৫ টি। তাই আমার প্রশ্ন হচ্ছে আমার কি জলাতঙ্ক রোগ হওয়ার কোনো সম্ভাবনা আছে?
    Total Reply(0) Reply
  • ফয়সাল খান ৬ মে, ২০২০, ৯:০২ পিএম says : 0
    আমাকে ২০১৯ এর ডিসেম্বরে ১০ তারিকে একটি জলাতংক আক্রান্র বিড়াল কামড় দেয়। তবে কোনো রক্ত বের হয় নি একদম সামান্য কামড় ছিলো।আমি ওই স্থানটি সাবান দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলি। তবে আমি এপ্রিল এ ভেক্সিন নেই ৫ টি। তাই আমার প্রশ্ন হচ্ছে আমার কি জলাতঙ্ক রোগ হওয়ার কোনো সম্ভাবনা আছে?
    Total Reply(0) Reply
  • রবিন ২১ সেপ্টেম্বর, ২০২০, ১:১৬ এএম says : 0
    আমাকে একটা ছুট বিরাল অচর দিছে ত আমি এখন কি করব
    Total Reply(0) Reply
  • রবিন ২১ সেপ্টেম্বর, ২০২০, ১:১৬ এএম says : 0
    আমাকে একটা ছুট বিরাল অচর দিছে ত আমি এখন কি করব
    Total Reply(0) Reply
  • mira ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩১ এএম says : 0
    আমাকে বিড়ালে আচর দিছে ভ্যকসিন দিয়েছি,, একমাস পর আবার আচর দিছে এখন কি আবার ভ্যাকসিন দেওয়া লাগবে।। উওর চাই
    Total Reply(0) Reply
  • mira ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩২ এএম says : 0
    আমাকে বিড়ালে আচর দিছে ভ্যকসিন দিয়েছি,, একমাস পর আবার আচর দিছে এখন কি আবার ভ্যাকসিন দেওয়া লাগবে।। উওর চাই
    Total Reply(0) Reply
  • মো মামুন তালুকদার ১৮ অক্টোবর, ২০২০, ১২:২৯ এএম says : 0
    একটি নয় বছরের শিশু কুকুরে কামরনোর প্রথম দিন রাবিক্স ভি সি এবং পরের দিন রাবিক্স আইজি নেওয়ার পর জ্বর আসল এখন কি করনীয়
    Total Reply(0) Reply
  • মো মামুন তালুকদার ১৮ অক্টোবর, ২০২০, ১২:২৯ এএম says : 0
    একটি নয় বছরের শিশু কুকুরে কামরনোর প্রথম দিন রাবিক্স ভি সি এবং পরের দিন রাবিক্স আইজি নেওয়ার পর জ্বর আসল এখন কি করনীয়
    Total Reply(0) Reply
  • সোমা কুণ্ডু ১ নভেম্বর, ২০২০, ২:৪১ পিএম says : 0
    আমাকে গত ২৬/১০/২০২০ তে বিড়াল আঁচড়ে দেওয়ার ফলে রক্ত বের হয়। ২৭/১০/২০, ৩০/১০/২০ তে অ্যান্টি রেবিস ভ্যাকসিন এর দুটি ডোজ নেওয়া হয়েছে। ০১/১১/২০ তে আবার আঁচড় খেয়েছি, ঐ স্থানে সামান্য রক্ত দেখা গিয়েছিল, তৎক্ষণাৎ সাবান জল দিয়ে ধুয়ে স্যাভলন ইথানল স্প্রে করেছি। ভ্যাকসিন তো চলছে, এখনও তিনটি নিতে হবে, আজকের আঁচড়ের জন্য কি করণীয় অবিলম্বে যদি পরামর্শ দেন,তো খুবই উপকৃত হব। আসলে দ্বিতীয় বারের কথা বাড়িতে বলতে ভয় পাচ্ছি।????????
    Total Reply(0) Reply
  • হরি শংকর দাস ১১ নভেম্বর, ২০২০, ১২:২৫ এএম says : 0
    কুকুর কামর দেওয়ার পরে রেবিস ভেক্সিন ৪ টি দেওয়া হয় ভুলবশত ২৮নংং ভেক্সিনের তারিখ চলে যায় এখন কি সাত দিন পরে দিতে পারবো
    Total Reply(0) Reply
  • নুসরাত জাহান ৫ ডিসেম্বর, ২০২০, ৭:২৮ পিএম says : 0
    আমার পায়ে কুকুরের পা লেগে একটু আচর লেগেছে। কিন্তু কোন রক্ত বের হয়নি। 3 তারিখ একটা ভ্যাকসিন নিয়েছি। সব গুলো কি নিতে হবে? বাকি গুলো না নিলে কি কোন সমস্যা হবে???
    Total Reply(0) Reply
  • ইরফান ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:৩০ পিএম says : 0
    ভুল করে কুকুরের খাওয়া খাবার খেয়ে ফেলেছি। এখন আমার করনীয় কি
    Total Reply(0) Reply
  • Rakib ৪ জানুয়ারি, ২০২১, ১০:০৬ পিএম says : 0
    Vaccineএর dog কয়টা
    Total Reply(0) Reply
  • মো জহিরুল ইসলাম ১৬ জানুয়ারি, ২০২১, ৭:১০ এএম says : 0
    স্যার আমাদের একটা পোষা কুকুর আছে। কুকুর টি আমাকে একমাস আগে কামড় দিেছ আমি ভ্যকসিন নিচি। এখন আবার কামড় দিছে আমি কি আর ভ্যকসিন নিতে হবে।
    Total Reply(0) Reply
  • মো জহিরুল ইসলাম ১৬ জানুয়ারি, ২০২১, ৭:১১ এএম says : 0
    স্যার আমাদের একটা পোষা কুকুর আছে। কুকুর টি আমাকে একমাস আগে কামড় দিেছ আমি ভ্যকসিন নিচি। এখন আবার কামড় দিছে আমি কি আর ভ্যকসিন নিতে হবে।
    Total Reply(0) Reply
  • খন্দকার মোস্তাক আহমেদ ১০ সেপ্টেম্বর, ২০২১, ২:১৪ পিএম says : 0
    আমাকে প্রায় একমাস আগে আমাদের বাড়িরই একটি পোষা বিড়াল হালকা করে আচর দেয়,কোন রক্ত বের হয় না,তারপরও আমি সদর হাসপাতাল থেকে প্রথম ভ্যাকসিন গ্রহন করি ২য় এবং ৩য় ভ্যাকসিন এর সময় ছিল ৬ দিন ও ২৬ দিন পর, এখন কথা হচ্ছে আমি ১ম টিকা নেওয়ার পরে কর্মস্থলে চলে যাই,এবং সেখানে বাকি টিকা গুলো আর নেওয়া হয় নাই মুলত ব্যাস্ত ছিলাম পাশাপাশি টাকাপয়সাও ছিলনা... এখন কি কোন সমস্যা হওয়ার আশংকা আছে? জানাবেন প্লিজ।
    Total Reply(0) Reply
  • ASADUZZAMAN ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ পিএম says : 0
    আমার মাকে কালকে একটি কুকুর কামড় দেয়, সেই কুকুরটির জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সে অনেক ছাগল এবং গরুকে আক্রমণ করে।। আমার মাকে আক্রমণ করার পর পরই Rabix vc টিকা দেওয়া হয় এবং আজ ক্ষতস্থানে RABIX-IG টিকা দেওয়া হয়।। উল্লেখিত যে সেই কুকুরের দুটি দাঁত একসঙ্গে বসায় দিয়েছিল হাতে এবং অনেকটা কত হয়েছে সেখান থেকে অনেক রক্ত ঝরছিল।। **এখন আমার প্রশ্ন হল: আমার মা এসব ভ্যাকসিন দিয়েও কতটুকু নিরাপদ?? প্লিজ প্লিজ দয়া করে জানাবেন এবং এই রোগের কি আরো কোন উন্নত চিকিৎসা আছে?? আমি পরবর্তী সময়ে যদি এই ভাইরাসটি আমার মায়ের পরীক্ষা করতে চাই শরীরে আছে কি নাম তার কি কোন উপায় আছে?? দয়া করে জানাবেন..????????
    Total Reply(0) Reply
  • Jesmin Akter jui ২৯ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম says : 0
    আমার ভাইকে বিড়াল কামড় দিসে ২৪ ঘন্টার বেশি হইছে এখন টিকা দিলে কি আর কোন সমস্যা হবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন