Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

ওসমানীনগরে পাওয়া গেছে তিন শিশু কেনো অভিভাবক পাওয়া যায়নি

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরের দয়ামীরে তিনটি কন্যাশিশু পাওয়ার সংবাদ পাওয়া গেছে। শিশুরা তাদের নাম বলতে পারলেও মা-বাবার নাম ও ঠিকানা ঠিকমতো বলতে পারছে না। স্থানীয় আলকাছ খান জানান, গত রোববার বিকেলে এক রিকশাচালক দয়ামীরের মিলন কমিউনিটি সেন্টারের সামনে শিশুদের পেয়ে বাজারে নিয়ে আসেন। শিশুরা জানায়, তাদের মায়ের সঙ্গে এসেছিল কমিউনিটি সেন্টারের সামনে। মা তাদের রেখে যায়। এরপর তাদের মা আর ফিরে আসেনি। আলকাছ খান আরও জানান, তিন শিশুই সহোদর বোন। তাদের নাম হাবিবা, সুমাইয়া ও মুন্নি। হাবিবার আনুমানিক বয়স সাত বছর, সুমাইয়ার পাঁচ ও মুন্নির দেড় বছর হবে। চারদিনেও তাদের অভিভাবকের কোন খোঁজ পাওয়া যায়নি
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী তিন শিমু পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কোন অভিভাবক পাওয়া যায়নি। স্থানীয় এক ব্যক্তির জিম্মায় এদের রেখে দেয়া হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসমানী


আরও
আরও পড়ুন