Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বৈশাখের প্রজ্ঞাপন
হাসান ইকবাল

বৈশাখের প্রজ্ঞাপনে ছেঁয়ে গেছে গ্রীষ্মের উঠান
বিনীত বিশ^াসে ভরে গেছে সমুদয় সকাল,
প্রণোদনার প্রমোদ প্রবাহ উৎসবের আঙিনায়
তৃষ্ণার বালুচরে তৃপ্তির ঢেঁকুর তোলে মায়াবী মন্থন।

¯œান পর্ব শেষ হলে সবাই ভুলে যায় গোসলের কথা
অবিরল আলোর পটভূমিজুড়ে বৈশাখের বারতা।

আলোর চাঁদোয়ায় তুমি জাগ্রত
(খ্যাতিমান পরলোকগত কবি ও সাংবাদিক সাজ্জাদ কাদিরকে নিবেদিত)
এম.এ.বাশার

চেতনার আলোর বাগানে
হরেক ফুল ফোটানো চাষি
অবিরাম শব্দের বুননে আলোর চাঁদোয়ায়
সৃষ্টি করেছ অগনিত কবিতার ভূ-খÐ।

অনবদ্য সংগ্রামের দীপ্ত বীজ ছড়িয়ে
এপার বাংলাÑ ওপার বাংলার মাঝে
কবিতার গহীন সম্পর্ক গড়েছো
এনেছ বিপ্লবের এক অবাক বাতাস।

কবিতার তুখোড় সোনালি ফসলে
দেশজুড়ে শুদ্ধ কবিতার চাষি
সৃষ্টি করেছ অগণিত তুখোড় কবিতা
প্রলয় এনেছ সোনালী বর্ণমালায়।

তোমার কবিতাগুলো কখনো কখনো
জাগ্রত হবে কবির উচ্চারণে
ঝাঁঝাঁলো চেতনায় জাগ্রত হবে
তুমি সেই দীপ্তমান কলমসৈনিক।

প্রতিবাদী জ্বলন্ত মোমের আলোয়
রমনার বটমূলে তোমার কবিতার শব্দাবলি
একুশের বইমেলায় উচ্চারিত হবে
বেঁচে থাকবে তুমি সাহসী আলোয়।

এসো বৈশাখ
বাদল বিহারী চক্রবর্তী

কাল ছিল অন্য এক আনন্দ-বাসর।
ছিল পলাশ-শিমুলের গুচ্ছভরা সমারোহ, ‘কাল’ পূর্ণ
উপভোগ্য প্রস্থানী সুরের মূর্ছনা।
শোকে মুহ্যমানা মরা গাঙ যেন আজ
নতুন যৌবনোদ্দীপ্তা ; কানায় কানায় ফিরে আসা তার
রূপলাবণ্যের উচ্ছ¡াস।
গাঙচিলের চোখেও সে কী উৎফুল্ল হিরণ¥য় দর্শন আজ।

বিদায়ী পুষ্পদলের রৌদ্র¯œাত শুচিতায়
ভরে ওঠা বিশ^জুড়া কৃষ্ণচ‚ড়ার নেটওয়ার্ক মঞ্চায়ন ;
যেন দুঃখ নেই, সাজঘরে গেল যারা সদ্য মহাধুমধাম,
ঋতুরাজ, ‘কাল’ পর্ব সেরে।

ডালে ডালে, পল্লবে-পত্রে-পুষ্পে আহŸান কৃষ্ণচ‚ড়ার, দিগি¦দিক-
‘এসো, এসো এসো ওগো নতুনের পিয়াসী,
রৌদ্রতপ্ত ধরণীর এই চরাচরে, আমাদের অনন্ত ফুল-সম্ভার, নিসর্গালয়ে।
এসো গো, মুকুল-উৎসারিত আ¤্ররে শৈশব-কৈশোরে,
এসো অয়ি লালপেড়ে শুভ্রবসনা, পুঁতিময় কারুজাত পরিহিতা,
বর্ষবরণ-ডালা হাতে এসো, প্রভাতের নতুন সূর্যরাগে।

যাক্, মুছে যাক্ জরা-জীর্ণ-অকল্যাণ, পুরাতন ব্যর্থতার দায়ভার; শুধু-
নক্ষত্র বিশাখার দেয়া নামে, ‘কাল ’- যাত্রা শুরু হোক,
হিসাব-নিকাশ মেলাবার আকবর-ফরমান; পুনঃ পুনঃ ফিরে আসা
শুভ হালখাতা, রকমারী পসরার মেলাঙ্গন, এসো, মঙ্গল শুভাযাত্রায় তুমিÑ
এসো বৈশাখ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন