Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন বোর্ডের অধীন দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু ১৫ মে

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন বোর্ডের অধীনে আগামী ১৫ মে থেকে অভিন্ন প্রশ্নে শুরু হচ্ছে দাওরায়ে হাদিসের পরীক্ষা। দেশের সব কওমি মাদরাসায় এই পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত। গতকাল (রোববার) চট্টগ্রামের হাটহাজারী বড় মাদরাসায় কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কওমি মাদরাসা সনদের মান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী। সভা শেষে কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক বলেন, সভায় সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদরাসায় অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেয়ার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আপাতত এই বোর্ডের কার্যক্রম চট্টগ্রাম থেকে পরিচালিত হলেও খুব শিগগির ঢাকায় বোর্ডের কার্যালয় নেয়া হবে। পরীক্ষা নেয়ার জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কওমি মাদরাসার সনদের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই কমিটিকেই সব দায়িত্ব দেয়া হয়েছে। তারা যেভাবে বলবে, সেভাবেই সরকার স্বীকৃতি দেবে। কমিটির সঙ্গে এ নিয়ে আরও আলোচনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ