মোহাম্মদ মাসুম সিটিজেনস ব্যাংকের এমডি

সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসুম।
কর্পোরেট রিপোর্টার : গত সপ্তাহজুড়ে দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহে (৯ থেকে ১৩ এপ্রিল) তার আগের সপ্তাহের (২ থেকে ৬ এপ্রিল) চেয়ে পিই রেশিও কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিও অবস্থান করে ১৬ দশমিক ২৩ পয়েন্টে। আগের সপ্তাহে ছিল ১৬ দশমিক ৪৫ পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক ২২ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যত দিন ১৫ এর ঘরে থাকে তত দিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৫ পয়েন্টে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।