Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুনম পান্ডের অ্যাপ গুগল নিষিদ্ধ করেছে

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী পুনম পান্ডে জানিয়েছেন তার সদ্য বিমুক্ত করা অ্যাপটি গুগল নিষিদ্ধ করেছে। তিনি এর আগে প্রতিশ্রæতি দিয়েছিলন অ্যাপটিতে ‘সাহসী’ কিছু বিষয় থাকে।
“আমি জানি না এই সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে। প্লে স্টোর আর অ্যাপ স্টোরে তো আমি অনেক প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ম্যাগাজিন দেখি। মজার ব্যাপার হল প্লে স্টোর অ্যাপটি নিষিদ্ধ করলেও আমার ভক্তরা অভিযোগ করেছে ছবিতে আমাকে নগ্ন দেখা যায়নি,” পুনম বলেন।
তিনি টুইটারের মাধ্যমে জানিয়েছেন প্লে স্টোরে নিষিদ্ধ হলেও তার নিজের ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে।
গুগলের মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্লে স্টোরে নিষিদ্ধ হলেও পুনম নিরাশ নন; তিনি জানান লঞ্চ করার ১৫ মিনিটের মধ্যেই অ্যাপটি ১৫,০০০ বার ডাউনলোড হয়েছে।  
তিনি জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গুগলের সঙ্গে আলোচনা চলছে।
২০১১ ভারতীয় ক্রিকেট দল জয়ী হলে তিনি টপলেস হবেন বলে জানিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন।
গোবিন্দ অভিনীত ২০১৭’র ‘আ গ্যায়া হিরো’ চলচ্চিত্রে তাকে একটি সঙ্গীত দৃশ্যে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ