Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লোকমান হোসেন ফকিরের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭৬ সালে রাষ্ট্রীয় পদক ও ২০০২ সালে একুশে পদকপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক মানের সুরকার, গীতিকার, সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্র পরিচালক ও জাসাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকিরের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ (২৩ এপ্রিল)। এ উপলক্ষে আজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে স্বপ্রতিষ্ঠিত শমসের ফকির বিশ্ববিদ্যালয় কলেজ এবং শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও রাজনীতিক ফকির মাহবুব আনাম স্বপন কর্তৃক প্রতিষ্ঠিত ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ স্মরণসভাসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ও তার পরিবারের পক্ষ মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোকমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ