Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেলুচিস্তানে ৪ শতাধিক জঙ্গির আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ৪৩৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। গত শুক্রবার সন্ধ্যার পর এসব বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করে। আত্মসমর্পণকারীরা এতদিন বালুচ রেভ্যুলেশন আর্মি ও বালুচ লিবারেশন আর্মি ছাড়াও কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গ্রæপের হয়ে কাজ করে আসছিল। এদের বিরুদ্ধে নিরাপত্তা স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা চালানোর আভিযোগ রয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির রিয়াজ বলেন, যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুক তাদের স্বাগত জানানো হবে। তিনি বলেন, যে কেউ অস্ত্র সমর্পণ করতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এসময় বেলুচ মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা প্রদেশের নিরীহ লোকদের বিপথে চালিত করে এবং উস্কানি দিয়ে তাদের ব্যবহার করেছে। আত্মসমর্পণের পর নিষিদ্ধ বিএলএ-এর গুরুত্বপূর্ণ কমান্ডার শের মোহাম্মদ বলেন, তারা পাকিস্কান-বিরোধী মহলের হাতে প্রতারিত হয়েছেন। একজন ঊর্ধŸতন কর্মকর্তা জানান, এ পর্যন্ত দেড় হাজারের বেশি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছে। পাকিস্তান দাবি করে থাকে দেশে রাষ্ট্রবিরোধী কর্মকাÐ পরিচালনার জন্য লোকেদের উস্কানি ও প্রশিক্ষণ দিতে আফগানিস্তান ও ইরানের সঙ্গে তাদের সীমান্ত ব্যবহৃত হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ