Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাদালের ‘লা দেসিমা’

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়তে ৭৬ মিনিট নিলেন রাফায়েল নাদাল। মন্টে কার্লোর লাল মাটিতে স্বদেশী অ্যালবার্ট রামোস-ভিনোলাসকে হারিয়ে পূর্ণ হল তার ‘লা দেসিমা’। ওপেন যুগের প্রথম প্লেয়ার হিসাবে গড়লেন একই টুর্নামেন্ট দশবার জেতার অনন্য নজির! লাল মাটির রাজার হাতে ট্রফি তুলে দেন মোনাকোর রাজা দ্বিতীয় অ্যালবার্ট স্বয়ং। ফাইনালে আর এক অ্যালবার্টকে ৬-১, ৬-৩ হারিয়ে ক্লে কোর্টে নিজের ৫০তম খেতাব জিতলেন নাদাল। এটাও রেকর্ড। গত বছর বার্সেলোনায় স্পর্শ করেছিলেন আর্জেন্তিনীয় গিয়ের্মো ভিলাসের ক্লে’তে সর্বোচ্চ ৮৯ খেতাব জেতার নজির। মন্টে কার্লোয় সেটা পেরিয়ে গেলেন নাদাল। গত সাত দিনে নাদালের নির্মম সার্ভিস আর খুনে ফোরহ্যান্ড দেখে টেনিসবিশ্ব একমত, এ বার ক্লে’তে তাকে আটকানো অসম্ভব কঠিন। এই একটা খেতাবেই তুলনা টানা শুরু হয়েছে রজার ফেদেরারের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সঙ্গেও। নাদালের পরের স্টপ বার্সেলোনা ওপেন। সেখানেও ‘লা দেসিমার হাতছানি। এবং অবশ্যই ফরাসি ওপেনে। ফলে জল্পনা জমেছে ‘লা দেসিমার সম্ভাব্য হ্যাটট্রিক নিয়েও!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাদাল

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৫ সেপ্টেম্বর, ২০২২
২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ