Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গায়ের রং ফর্সা করার অ্যাপ নিয়ে বিতর্ক

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গায়ের রং অপেক্ষাকৃত ফর্সা দেখানো যাবে এমন ফিল্টারযুক্ত একটি অ্যাপ বর্ণবাদী বলে সমালোচিত হবার পর এর নির্মাতারা দুঃখ প্রকাশ করেছেন। এটির নাম হচ্ছে ফেসঅ্যাপ- যা দিয়ে কেউ তার ছবি তুলে তাতে নানা রকম পরিবর্তন করতে পারে। চোখে চশমা থাকলে বাদ দেয়া যায়, এমন কিছু পরিবর্তন করা যায় যাতে বয়েস কম বা বেশি দেখানো যায়, তাকে আরো আকর্ষণীয় দেখানো যায়। এমনকি ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলেতেও পরিণত করা যায়। কিন্তু এতে যখন মুখের ত্বকের রং আরো ফর্সা বা উজ্জ্বল করার অপশনটি যুক্ত হলো- তা নিয়েই শুরু হলো বিতর্ক। অনেকেই বলছেন এই অ্যাপটিতে বর্ণবাদী মানসিকতার প্রভাব আছে। অনেক ব্যবহারকারী বলছেন, এতে তাদের গায়ের রঙ আরো ফর্সা দেখাচ্ছে। এতটাই, যে তাদের অনেক বন্ধুকে চেনাই যাচ্ছে না। তিনি বলেন, এই অ্যাপটা আসলে শ্বেতাঙ্গদের যারা চশমা পরে না তাদের জন্যই কাজ করে। এরপর কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং সিইও ইয়ারো¯øাভ গনচারভ দুঃখপ্রকাশ করে বলেছেন, এটা আসলে ইচ্ছাকৃত নয়, অ্যাপটি যেভাবে তৈরি হয়েছে তার পদ্ধতির মধ্যেই এ সমস্যা রয়েছে। আমরা এটা মেরামতের কাজ করছি বলেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ