Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩০ জুনের মধ্যে পুনঃঅর্থায়ন তহবিলের অবিতরণকৃত সমুদয় অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দুধের চাহিদা পূরণে খামারীদেরকে মাত্র ৫শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এজন্য ২০০ কোটি টাকার পূনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১২টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ঋণ বিতরণের চুক্তিও করে বাংলাদেশ ব্যাংক। তবে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অগ্রগতি সন্তোষজনক নয়। এজন্য এ খাতে আবশ্যিকভাবে ঋণ প্রবাহ বাড়াতে নতুন করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুনের মধ্যে অবিতরণকৃত সমুদয় অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে শাখাওয়ারী নির্ধারিত লক্ষ্যমাত্রা আবশ্যিকভাবে অর্জন করতে হবে। অংশগ্রহণকারী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় প্রকৃত খামারীদের কাছে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে এবং ঋণ বিতরণের পর প্রাণিসম্পদ কার্যালয়ে মাসিক বিবরণী আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। আর বিতরণকরা ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। গাভী পালন, গাভী ক্রয় ও কৃত্রিম প্রজননের মাধ্যমে শংকর জাতের গাভী পালনের জন্য বিদ্যমান ঋণ সুবিধার পাশাপাশি এ খাতে অধিকতর ঋণ প্রবাহ নিশ্চিত করতে ৫ বছর মেয়াদী (নবায়ন-আবর্তন যোগ্য) ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। একজন গ্রাহক ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ