বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দিয়েছে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দ করা সিগারেট ডানহিল ব্র্যান্ডের।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শুল্ক গোয়েন্দা গতকাল শুক্রবার শাহজালালে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৫ হাজার ৪শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। এসব সিগারেট ১৭৭ কার্টনে পাওয়া যায়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১০ লাখ ৬২ হাজার টাকা। মঈনুল খান জানান, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা বেল্ট এলাকায় সতর্ক দৃষ্টি রাখে এবং ৬ নং বেল্টে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যাত্রী মোহাম্মদ এখলাস খানকে সন্দেহ করে। পরবর্তীতে তার লাগেজ স্ক্যানিং করে ওই সিগারেটগুলো জব্দ করা হয়। ওই যাত্রী সংযুক্ত আরব-আমিরাত থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নং জি৯-৫১৩-এ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে শাহজালালে অবতরণ করে। আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।