Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্থমন্ত্রীর সাথে বিএসএমএমইউ’র ভিসির সাক্ষাৎ

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকে নতুন টাওয়ার নির্মাণ, গবেষণা খাতে বরাদ্দ প্রদান, বেসরকারি রেসিডেন্সি প্রোগ্রামের অধীন মেডিক্যাল শিক্ষার্থীদের মাসিক ভাতা বৃদ্ধি, শিক্ষক ও ছাত্রদের আবাসনের ব্যবস্থা গ্রহণ এবং এ বিশ্ববিদ্যালয়ে রোগী ও সেবার আওতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সেবারমান ধরে রাখতে ও সেবারমান উন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রীর সাথে বিএসএমএমইউ’র ভিসির সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ