Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিতেই চলেছে গাজী গ্রুপ

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

প্রশান্ত-রবির সেঞ্চুরি, অমির ৪ রানের আক্ষেপ ০ তানবীরের ৫ উইকেট
স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল দিনটি ছিল ঘটনাবহুল। দুটি সেঞ্চুরি হয়েছে, আছে ৫ উইকেট শিকারের ঘটনাও। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে প্রথম জয়ের দেখা পেয়েছে প্রথম বিভাগ থেকে উঠে আসা নবাগত খেলাঘর। তাও আবার শক্তিশালী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আগের পাঁচ ম্যাচেই হারা দুই দলের লড়াইয়ে জিতেছে খেলাঘর। প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটির জয়ের নায়ক ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া রবিউল ইসলাম রবি। হেরেই চলেছে ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম বড় দল ভিক্টোরিয়া। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে তাদের বিপক্ষে খেলাঘরের জয়টি ৫৭ রানের। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে খেলাঘর। ১১৫ বলে খেলা ১০৭ রানের দারুণ ইনিংসে ম্যাচসেরা রবি হাঁকিয়েছেন ১৫টি চার ও একটি ছক্কা। শেষের দিকে নাজিম, মাসুম খান, ডলার মাহমুদের ব্যাটে তিনশ ছাড়ায় খেলাঘরের সংগ্রহ। ভিক্টোরিয়া ইনিংসের কোনো পর্যায়েই বিশাল এই লক্ষ্য তাড়ার সম্ভাবনা জাগাতে পারেনি। জবাবে ৯ উইকেটে ২৪৬ রানেই থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস।
কদিন আগেও তানবীর হায়দার জানতেন না লিস্ট ‘এ’ ক্রিকেটে চার উইকেটের স্বাদ কেমন। এখন জানেন খুব ভালো করেই। তিন ম্যাচের মধ্যেই এই লেগ স্পিনার একবার নিলেন চার উইকেট, আরেকটি পাঁচ উইকেট! গতকাল তানবীর ৫ উইকেট নেওয়ার আগেই অবশ্য দারুণ এক সেঞ্চুরি করেছেন প্রশান্ত চোপড়া। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার লিগে ছুটছে শেখ জামাল ধানমÐি ক্লাবের জয়রথ। এবার ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা ৯২ রানে। গতকাল ফতুল্লায় শেখ জামালের ৩০৯ রান তাড়ায় ব্রাদার্স গুটিয়ে যায় ২১৭ রানে। লিগে শেখ জামালের এটি টানা চতুর্থ জয়। ছয় ম্যাচে জয় মোট পাঁচটি। সমান ম্যাচে ব্রাদার্স হারল চারটিতেই।
গত লিগের প্রথম ম্যাচে ৮ বলে ২২ রানের ইনিংস খেলেছিলেন ফারুক হোসেন। এরপর লিগের বাকিটায় আর বেশি সুবিধে করতে পারেননি। এবার তাই একাদশে সুযোগ পেতেই লেগে গেল অনেকটা সময়। তবে আবারও প্রথম ম্যাচেই দারুণ কার্যকর এক ইনিংস খেলে গাজী গ্রæপকে জেতালেন ফারুক। ফারুককে ঝড় তোলার মঞ্চ গড়ে দিয়েছিলেন অবশ্য আরেকজন। ওপেনিংয়ে দারুণ এক ইনিংস খেলেছেন জহুরুল ইসলাম। তবে পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়ায় চার রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। সতীর্থরা অবশ্য পুষিয়ে দিয়েছেন। ছয় ম্যাচে ছয় জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষে এখন গাজী গ্রæপ ক্রিকেটার্স। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রæপ। ২৭১ রান তাড়ায় গাজী জিতেছে ৬ বল বাকি থাকতে। এবারের লিগে এখনও পর্যন্ত অপরাজিত একমাত্র দল গাজী গ্রæপ। পারটেক্স হারল ছয় ম্যাচের সবক’টি।
স ং ক্ষি প্ত স্কো র
খেলাঘর-ভিক্টোরিয়া
খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা : ৫০ ওভারে ৩০৩/৭ (রবি ১০৭, সালাউদ্দিন ৬০, নাফিস ১৫, অমিত ৭, নাজিম ৪০, সাদাত ১০, মাসুম ৩১*, ডলার ২৫, রনদিভ ১* মাহবুবুল ১/৪২, মনির ০/৫৪, আরাফাত সানি জুনিয়র ০/৪০, মইনুল ১/৫১, আহসান ২/৪৪, রুবেল ৩/৫৮, রবিন ০/১৪)।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২৪৬/৯ (রুবেল ৪৬, ফারুক ৪, সায়েম ১২, রবিন ৩০, উত্তম ৩৫, মইনুল ১২, শফিউল ৩৩, আরাফাত সানি জুনিয়র ৪৭*, মনির ১, মাহবুবুল ০, আহসান ১৮*; তানভির ২/৩৬, রনদিভ ৩/৩৪, সাদাত ০/১৮, মাসুম ১/৪৩, আরিফুল ১/৪৫, ডলার ০/১৮, রবি ১/৫০)।
ফল : খেলাঘার ৫৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রবিউল ইসলাম রবি (খেলাঘর)।



ব্রাদার্স-শেখ জামাল
শেখ জামাল : ৫০ ওভারে ৩০৯/৭ (ফজলে রাব্বি ৭৮, মাহবুবুল ১৭, প্রশান্ত ১০৬, রাসেল ৫৯, জিয়াউর ১০, তানবির ০, গাজি ৪, রাজিন ৭*, রাজ্জাক ৬*; সাদ্দাম ২/৫৭, নাঈম ০/২৮, নিহাদুজ্জামান ২/৬৮, বিসলা ১/৩৪, অলক ০/৫৩, কাজি কামরুল ২/৫১, মাইশুকুর ০/১২)।
ব্রাদার্স : ৪৩.৫ ওভারে ২১৭ (মিজানুর ৩১, জুনায়েদ ২৫, ফরহাদ ৭০, বিসলা ২৭, মাইশুকুর ৩০, ধিমান ৭, অলক ১৩, কামরুল ৩, সাদ্দাম ৪, নিহাদুজ্জামান ৪*, নাঈম ০*; শাহাদাত ১/৩২, জিয়াউর ০/২৮, গাজি ২/৪৪, রাজ্জাক ০/২৬, ইলিয়াস সানি ১/২৪, তানবির ৫/৪১, ফজলে রাব্বি ১/২২)।
ফল : শেখ জামাল ৯২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : প্রশান্ত চোপড়া (শেখ জামাল)।

পারটেক্স-গাজী গ্রæপ
পারটেক্স : ৫০ ওভারে ২৭০/৯ (জনি ৩৪, সাক্সেনা ৬১, সাজ্জাদ ০, শুক্কুর ৬৯, শাহানুর ১৩, জুবাইর ২৫, জাকারিয়া ৩৩*, সাজ্জাদুল ১, মাসুম ১, রাজিবুল ২৩; আবু হায়দার ২/৬৪, আলাউদ্দিন ১/৫৪, মেহেদি ১/৫৮, হোসাইন ২/২১, নাঈম ১/৩২, শুভ ১/৩৭)।
গাজী গ্রæপ ক্রিকেটার্স : ৪৯ ওভারে ২৭১/৬ (এনামুল ৩৬, জহুরুল ৯৬ (আহত অবসর), মুমিনুল ২৬, শুভ ৩৪, নাদিফ ১৯, মেহেদি ৭, আলাউদ্দিন ৬, ফারুক ২৯*, নাঈম জুনিয়র ১৩*; মামুন ১/৫২, মাসুম ০/৪৬, জাকারিয়া ১/৬২, রাজিবুল ২/৩৯, শাহানুর ০/১৬, সাক্সেনা ০/২১, জুবাই ২/৩২)।
ফল : গাজী গ্রæপ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জহুরুল ইসলাম (গাজী গ্রæপ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ