Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা সড়ক

ফোর লেন হচ্ছে

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দ শামীম শিরাজী : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীত করা হচ্ছে। ২১ কিলোমিটার সড়কটি ফোর লেনে উন্নীত করণের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানোসহ এই সড়কের দুপাশের বৈদ্যুতিক খুটি সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এসড়কটি ফোর লেনে উন্নীত করণ হলে সিরাজগঞ্জের সঙ্গে হাটিকুমরুল-বনপাড়া, পাবনা-নগরবাড়ি-বগুড়ারসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। ঢাকা-উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের গতি বাড়ার পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহার করা যাবে। সড়কটি ফোর লেনে উন্নীত করা হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কসহ সিরাজগঞ্জ শহর যানজট মুক্ত হবে। এই সড়ক দিয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের মালামাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সহজ হবে। এতে সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করছেন সিরাজগঞ্জের ব্যবসায়ী মহল। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীত করার জন্য ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ শতাধিক যানবাহন চলাচল করে। এই সড়কের দুপাশে সুতাকল, পাটকল, সিমেন্ট কারখানা, বিসিক শিল্প কারখানাসহ ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে । কিন্তু সড়কটি নিম্নমানের হওয়ায় মালামাল পরিবহণে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে । এরই পরিপ্রেক্ষিতে এই সড়কটির যথাযথ মান ও প্রশস্থত উন্নীতকরণ প্রয়োজন। প্রকল্পটিতে প্রায় দুইশত কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে । বরাদ্দ পেলে চলতি বছরের জুন মাসে এই সড়কের টেন্ডার আহŸান করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে এ সড়কের শিয়ালকোলে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ, ১২০০ কোটি টাকা ব্যয়ে ইকোনমিক জোনের কাজ শুরুর জন্য ১১০০ একর ভূমি নির্ধারণ ও অধিগ্রহণের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ, দ্রæত শিল্পপার্ক প্রতিষ্ঠাকল্পে মাটি ভরাটের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ, পরিবেশ রক্ষায় কাটাখালী সংস্কার, মেরিন টেকনোলজি ইনস্টিটিউট দ্রæত হস্তান্তর ও ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া, কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালু, শিশু সার্জারি চালুকরণ ও আধুনিক যন্ত্রপাতি, কামারখন্দে ৩১ শয্যার হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ, নতুন উদ্যোগে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণসহ নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশ বাস্তবায়নের পথে আর কিছু প্রক্রিয়াধীন রয়েছে।সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংলড়ি মালিক গ্রæপের সভাপতি নূর কায়েম সবুজ জানান, আঞ্চলিক সড়কগুলোতে ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত আঞ্চলিক সড়কটি ফোর লেনে উন্নীত করণ হলে যানজট অনেকটাই কমে যাবে। পাশাপাশি সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যেও প্রসার ঘটবে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সূর্য্য বলেন, সিরাজগঞ্জে শিল্পপার্কের কাজ চলছে। এ সড়কটি ফোর লেনে উন্নীত করা হলে সিরাজগঞ্জ শহর যানজট মুক্ত হবে এবং সেই সাথে এ সড়ক দিয়ে বিসিক শিল্পপার্কসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মালামাল পরিবহণ অনেক সহজ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ