Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন দাবি

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬-এ সকল দলের প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। নির্বাচনের ১ সপ্তাহ আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সকল নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনকে সর্বমহলে বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য করতে হলে “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরী করা এবং জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় বেতার ও বিটিভিতে সকল দলের প্রার্থীদের প্রচারের ব্যবস্থা করার দাবি করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল দুপুরে আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা এক সভায় তিনি এ দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। সভায় সন্ত্রাসী, দুর্নীতিবাজ, লুটেরা ও অযোগ্য প্রার্থীদের বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন স্থানে প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ