Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চূড়ান্ত লড়াইয়ে প্রধান দুই দলের মাঠে আছেন যারা

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে

দুপচাঁচিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি’র একক প্রার্থী চূড়ান্ত করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম জানান, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে একক প্রার্থৃৃী চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এই সব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা হলেন, জিয়ানগর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, গুনাহার ইউনিয়নের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক, চামরুল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, গোবিন্দপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ ফকির ও তালোড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য তছলিম উদ্দিন। অপর দিকে জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছেন। এরা হলেন, জিয়ানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, গুনাহার ইউনিয়নের আব্বাছ আলী, চামরুল ইউনিয়নের শাহ্জাহান আলী (মেম্বার), গোবিন্দপুর ইউনিয়নের মনোয়ার হোসেন হেলাল, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তালোড়ার মোজাফফর রহমান ঠা-া। উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু মুঠোফোনে উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি একক প্রার্থীর বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শিষ প্রতিক নিয়ে চূড়ান্ত এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য প্রথম পর্যায়ে আগামী ২২ মার্চ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তছলিম উদ্দিন, বিএনপির মোজাফফর রহমান ঠা-া ও স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চূড়ান্ত লড়াইয়ে প্রধান দুই দলের মাঠে আছেন যারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ