Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারেতের কাছে পাকিস্তানের ক্ষতিপূরণ দাবি

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ভারত ও পাকিস্তানের মধ্যে। কিন্তু এরই মধ্যে একের পর এক হোঁচট খেয়ে চলেছে সেই চুক্তি। গত ডিসেম্বরেও পাকিস্তানের সিরিজ আয়োজনের কথা থাকলেও বিভিন্ন তালবাহানা শেষে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখিন হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য গত বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে আইনি নোটিশও পাঠায় পিসিবি। এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে ভারতকে। তবে গতকাল পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআই’র কাছে ৪৪৭ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ