Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিশরে ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিশরের নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়িকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে দেশটির আপিল আদালত। বাদিয়ি ছাড়াও দলের আরো দুই নেতাকে একই দন্ড দেওয়া হয়েছে। গত সোমবার এ রায় দেওয়া হয়অ। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর রাজধানী কায়রোসহ সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। ওই বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুড নেতাদের বিচার চলছে। সেনা সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ২০১৫ সালের এপ্রিলে বাদিয়িসহ ১৪ জনের ফাঁসি এবং ৩৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল মিশরের নিম্ন আদালত। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ