Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেইলি ব্রিজ ভেঙে মংলা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১:২৮ পিএম

অনলাইন ডেস্ক : বেইলি ব্রিজ ভেঙ্গে মংলা- চট্টগ্রাম মহাসড়ক ও শরীয়তপুর মাদারীপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সকালে অতিরিক্ত রড বোঝাই ট্রাকের চাপে বালার বাজার নদীর উপর নির্মিত এ ঘটনা ঘটে।

এর ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়েছে। পণ্যবাহী ট্রাক ও বাসযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে নৌকা ও ট্রলারে নদী পার হচ্ছেন।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রায় ৩৫-৪০ টন রড বহনকারী একটি ট্রাক বালার বাজার বেইলি ব্রিজের উপর উঠার সাথে সাথে ব্রিজের মাঝখানের স্প্যান ও বিম ভেঙ্গে গিয়ে ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে পরে। ফলে চাঁদপুর-শরীয়তপুর হয়ে সিলেট, চট্টগ্রাম থেকে খুলনা ও বরিশালগামী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শরীয়তপুর সড়ক বিভাগ জানিয়েছে, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরেও মানুষ অতিরিক্ত পণ্যবাহী ট্রাক নিয়ে চলাচল করার ফলে মাঝে মাঝেই ব্রিজ ভেঙ্গে যাচ্ছে। কবে নাগাত ব্রিজটি মেরামত করার হবে তা জানাতে পারেননি সড়ক বিভাগের প্রকৌশলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ