মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা থেকে : সোনাইমুড়ীতে ভারতীয় কাপড় ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ ।থানা সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার এসআই আনোয়ারের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছাতারপাইয়া চৌরাস্তা থেকে কুতুবপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) কে গত শনিবার রাে ৮০ পিচ ভারতীয় শাড়ী ও একই দিন সন্ধ্যায় বারগাঁও ইউপির হোসেনপুর থেকে উত্তর কাশিপুর গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে আলী হায়দার (৫৫) কে ১৫ পিচ ইয়াবাসহ আটক করে। এ প্রসঙ্গে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল মিঞা জানান, ভারতীয় শাড়ী ও ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।