Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধর্মপুর সিরামিক ইন্ডাস্ট্রিজের ফিনান্সিয়াল ক্লোজার

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) সম্প্রতি রাজধানীর গুলশানস্থ একটি হোটেলে ‘ধর্মপুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডিসিআইএল)’ এর ফিন্যান্সিয়াল ক্লোজার-এর আয়োজন করে। ডিসিআইএল-একটি জ্বালানি দক্ষ ও পরিবেশ-বান্ধব ইট উৎপাদন প্রকল্প। বিআইএফএফএল এই প্রকল্পের সিন্ডিকেশন অর্থায়নের আয়োজনকারী হিসেবে কাজ করছে। এখানে বিআইএফএফএল এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) মিলিতভাবে ৪০ কোটি টাকা ঋণ সুবিধা বিতরণ করবে। বিআইএফএফএল এর নির্বাহী পরিচালক ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) এসএম ফরমানুল ইসলাম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আর কিউ এম ফোরকান এবং বাংলাদেশ ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ও পরিবেশ অধিদপ্তর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিআইএফএফএল কর্তৃপক্ষ জানান, সরকারের দৃষ্টিভঙ্গির সাথে মিল রেখে টেকসই উন্নয়নের জন্য এবং একটি সবুজ বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রæতি বাস্তবায়নে সবুজ ইট প্রকল্পগুলোতে সর্বদা দূষণমুক্ত প্রযুক্তি স্থাপন করার কোনো বিকল্প নেই। বিআইএফএফএল এ যাবৎ ৯ টি টানেল নির্ভর সবুজ ইট প্রকল্প অর্থায়ন লাভ করেছে এবং আরো ২০টির অধিক প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে ধর্মপুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ই প্রথম প্রকল্প যেখানে বিআইএফএফএল লিড এরেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ