Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৭ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বিগত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে। সোমবারের পতনের মাধ্যমে সূচকটি এ অবস্থানে এসেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৪২৮ পয়েন্টে। যা চলতি বছরের ৮ ফেব্রæয়ারি বা ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের ৬ কার্যদিবসে যথাক্রমে রোববার ৩৬ পয়েন্ট, বৃহস্পতিবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ১৮ পয়েন্ট, সোমবার ৪ পয়েন্ট, রোববার ৭ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪ পয়েন্ট কমেছিল। এ হিসাবে ৭ কার্যদিবসে কমেছে ১১৬ পয়েন্ট।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৯ কোটি ১৭ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ১০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ১২ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ২৫৯ পয়েন্টে এবং ১৫ দশমিক ৬২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ফিড মিল, ইউনাইটেড পাওয়ার, ইউনিক হোটেল, বিডি ফাইন্যান্স এবং ওয়ান ব্যাংক। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ১৫ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৩ দশমিক ০১ পয়েন্ট কমে ১০ হাজার ১৯৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৫ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৬ হাজার ৮২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২৩৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল, ডোরিন পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স এবং প্যাসিফিক ডেনিমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ