Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শব্দদূষণে জনজীবনে নাভিশ্বাস

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বেহাল দশা
আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও শব্দ দূষনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সড়ক এবং মহাসড়ক গুলোতে চলাচলের যানবাহনগুলো অবিরাম হর্ণ বাজিয়ে শব্দ দূষণের মাধ্যমে যাত্রী সাধারণ সহ সড়কে চলাচল করা জনসাধারন এক ধরনের অস্থিরতার মধ্যে নিমজ্জিত। সাতক্ষীরার বাস্তবতায় সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে চলাচল করা যানবাহনগুলো প্রতিমুহুর্তে শব্দ দূষনের খেলায় মত্ত, যাত্রীবাহী যানবাহনগুলোর পাশাপাশি মালবাহী ট্রাকগুলোর হর্ণ ও জন সাধারনের মর্মপিড়ার কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। সা¤প্রতিক সময়ে যাত্রীবাহী বাস এবং ট্রাকগুলোতে হর্ণের ধরণ পরিবর্তন হয়েছে। অধিকাংশ গাড়ীতে হাইড্রোলিক হর্ণের ব্যবস্থার শব্দ দূষনের মাত্রাকে ত্বরান্বীত করছে। একদা বন্যহাতীর দলকে নিয়ন্ত্রণ করণের লক্ষে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করা হতো, কিন্তু সময়ের বিবর্তনে বর্তমানে হাইড্রোলিক হর্ণ ব্যবহার হচ্ছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের বিভিন্ন স্ট্যান্ডে যাত্রী ওঠা নামার সময়ে হর্ণ বাজতে দেখা যায় কখনও কখনও দীর্ঘময় হর্ণ বাজতে থাকায় জনসাধারণ অতিষ্ট হয়ে ভয়াবহ শব্দ দূষণের কবলে পড়ে। বাজার বা হাট এলাকায় কখনও কখনও সম্মুখে দাঁড়ান বাসটির দৃষ্টি আকর্ষন করার জন্য পিছনে থাকা বাসটি অনবরত হর্ণ বাজাতে থাকে বা জন সাধারনকে কেবল বিরক্ত, বিব্রত করে না এক ধরনের অস্থিরতায় পূর্ণতা করে। শহরের মধ্যবত্তি সড়কেও অবিরাম হাইড্রোলিক হর্ণের ব্যবহার শব্দ দূষনের মাত্রাকে দীর্ঘায়িত করে চলেছে। সাতক্ষীরা শহরের বাস্তবতায় যানবাহনের নানামুখি হর্ণের পাশাপাশি মাইকিং এর কারণেও শব্দ দূষনের ক্ষেত্র বিস্তৃত করে চলেছে। শহরের টার্মিনাল এলাকায় সা¤প্রতিক সময়ে শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবশ্য সঙ্গত কারনে টার্মিনাল এলাকা হর্ণ এর বিষয়টি বাস্তবতার সাথে একত্বতা ঘোষণা করলেও অসহ্য এবং অতিষ্ট করা হইড্রোলিক হর্ণের ব্যবহার নিয়ন্ত্রণ হওয়া অপরিহার্য। সড়কে মোড়ে মোড়ে, বাজার এলাকায়, শহরের প্রানকেন্দ্রে সর্বত্র যেমন শব্দ দূষণ পক্ষান্তরে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের ভঙ্গদশা জরাজীর্ণতা বেহাল অবস্থা যাত্রী সাধারণ প্রতিনিয়ত প্রতিমুহুর্ত, বিরক্ত, ত্যাক্ত, বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভঙ্গদশা, খানাখোন্দক আর জরাজীর্ণতা নতুন নয়, দীর্ঘদিন যাবৎ এই সড়কটির বৃহৎ অংশ যানবাহন চলাচলের জন্য চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সড়কটির উন্নয়ন এবং সংস্কার নেই। সাতক্ষীরা দেশের অন্যতম অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধশালী জেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা চরম দৈন্যদশায় নিপেতিত। সাতক্ষীরায় সড়ক যোগাযোগ ব্যবস্থাই একমাত্র অবলম্বন। রেল, নৌ যোগাযোগ না থাকায় সড়ক পথের উপরই জেলাবাসী নির্ভরশীল কিন্তু জেলার জন সাধারনের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার একমাত্র অবলম্বন সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক জরাজীর্ণতায় পূর্ণতা থাকায় জনসাধারন যাতায়াতের ক্ষেত্রে নাজেহাল হচ্ছে। জেলার সড়ক ব্যবস্থায় বর্তমান সময়ে একদিকে শব্দদুষণ, সড়কের বেহালদশা, জানজট সব মিলে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা ভর করেছে। শহরের অভ্যন্তরে শব্দ দুষনের ক্ষেত্র দিনে দিনে অধিকতর বিস্তৃত হচ্ছে। শহরের সংযোগ সড়কগুলোতেও থেমে সেই শব্দ দূষণ এবং যানজট, ভ্যান, রিকসা, মোটরসাইকেল, বাইসাইকেল, মাইক্রো, প্রাইভেট সহ বিভিন্ন ধরনের যানবাহন শহরকে যানজটে পরিণত করেছে। যত্রতত্র যানবাহন রাখা এবং হাইড্রোলিক হর্ণ বাজানোর বিষয়ে নিয়ন্ত্রন আরোপের বিষয়টি সম্মুখপানে আসছে। জনসাধারন সড়কে তথা পথে নিরাপদ, নিশ্চিত এবং ঝামেলা মুক্ত পরিবেশ দেখতে চায় আর এ জন্য সর্বত্র ভাবে শব্দদুষণ দুরীকরণের বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য সেই সাথে সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক সংস্কার ও সাতক্ষীরা শহর যানজট মুক্ত করনের বিষয়টি নিশ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ