Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিবাসন ঠেকানোর অঙ্গীকার

কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে থেরিসা মে’র রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি। ইশতেহারে অভিবাসী ঠেকানোর পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের স্বাস্থ্যসেবা খরচ কমানোর অঙ্গীকার করেছেন থেরিসা মে। প্রতি বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্বের অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে। এসব অভিবাসীর অবাধ প্রবেশ রোধে গত বছর জোট ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেনবাসী। দেশবাসীর সিদ্ধান্ত বাস্তবায়নে অভিবাসী বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে কনজারভেটিভ পার্টি। থেরিসা মে’র মতে, অতি দ্রæত বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশ করলে সমাজকে একীভূত করা সম্ভব হয় না। তাই নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় অভিবাসী বিষয়ে নিজের অবস্থান সুস্পষ্ট করেন থেরিসা মে। বর্তমানে জোটবহির্ভূত দেশ থেকে আগত অভিবাসী নিয়ন্ত্রণে কাজ করবে কনজারভেটিভ পার্টি। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকরের পর ইইউ থেকে আগত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ব্রেক্সিট গণভোটের সময় ইইউ নাগরিকদের অবাধ প্রবেশাধিকার রোধের যে অঙ্গীকার করা হয়েছিল, ভবিষ্যতে তা বাস্তবায়নে কাজ করে যাবেন থেরিসা মে। বিবিসিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, মে যদি তার কথামতো কাজ করেন, তবে ভবিষ্যতে জোটভুক্ত বাকি ২৭টি দেশের নাগরিকরা অবাধে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। এদিকে ইশতেহার অনুযায়ী, আগামী দিনগুলোয় প্রবাসী শ্রমিক নিয়োগ করলে কোম্পানিগুলোকে অধিক অর্থ প্রদান করতে হবে। গত মাস থেকেই দক্ষ প্রবাসী শ্রমিকের ওপর স্কিল চার্জ আরোপ করছে ব্রিটিশ সরকার। সরকারের আরোপিত নিয়ম অনুসারে, বিশেষায়িত কাজের ক্ষেত্রে ইইউবহির্ভূত দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করলে ব্রিটিশ কোম্পানিগুলোকে ‘স্কিল চার্জ’ প্রদান করতে হবে। বর্তমানে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার বাইরে থেকে কোনো দক্ষ প্রবাসী শ্রমিক নিয়োগ করলে ক্ষুদ্র ও দাতব্য সংগঠনগুলোকে বছরে ৩৬৪ ইউরো ও বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোকে বছরে ১ হাজার ইউরো স্কিল চার্জ প্রদান করতে হয়। ইশতেহারে কনজারভেটিভ পার্টি জানায়, ৮ জুনের সাধারণ নির্বাচনে দল জয়লাভ করলে স্কিল চার্জ দ্বিগুণ বাড়িয়ে ২ হাজার ইউরো করা হবে। স্কিল চার্জ দ্বিগুণ করলে স্বভাবতই সরকারের আয়ও বৃদ্ধি পাবে। বাড়তি আয় ব্রিটিশ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ব্যয় করা হবে বলে জানায় কনজারভেটিভ পার্টি। স্কিল চার্জ বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের চিকিত্সা ব্যয়ও বাড়াবে কনজারভেটিভ পার্টি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পেতে হলে আগামীতে অভিবাসীদের অধিক অর্থ প্রদান করতে হবে। তবে সাত বছর ধরে অভিবাসী নিয়ন্ত্রণে ব্যর্থ রাজনৈতিক দলটি ভবিষ্যতে নিজেদের লক্ষ্য পূরণে কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়। এএফপি, বি।ি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসন

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ