Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হচ্ছে নাটক মহামানবের দেশে

প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:২৩ এএম, ২৩ মে, ২০১৭

বিনোদন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হচ্ছে নাটক মহামানবের দেশে। নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমানের গল্প অবলম্বনে নাটকটির মহরত গত ২০ মে সংস্কৃতি বিকাশ কেন্দ্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শব্দসৈনিক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন- স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, চিত্রনায়ক ফারুক, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘মহামানবের দেশে’ নামক এই টেলিভিশন নাটক নির্মিত হচ্ছে। পিয়া ভিশন প্রযোজিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন গুণী নাট্যকার ও নির্মাতা মান্নাান হীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, শর্মীমালা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ