Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএডিসির বীজ গুদামে দালালদের হাতে জিম্মি ডিলার ও কৃষকরা

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাজশাহীর আঞ্চলিক বীজ গুদাম ঘিরে গড়ে ওঠেছে রাজনৈতিক পরিচয়ের দালালচক্র সিন্ডিকেট। ইতিমধ্যে তারা তাদের অপতৎপরতা শুরু করেছে। অভিযোগ উঠেছে, বিএডিসির আঞ্চলিক বীজ গুদামের এক শ্রেণীর অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের নেপথ্যে মদদে গড়ে ওঠা এই দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে এই অঞ্চলের বীজ ডিলার ও সাধারণ কৃষকগণ। দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থাকা এসব কর্মকর্তা নিজেদের আধিপত্য বিস্তার ও অবৈধভাবে লাভবান হতে দালালচক্র সিন্ডিকেট গড়ে তুলেছেন। এসব কারণে আঞ্চলিক বীজ গুদামে দীর্ঘদিন ধরে কর্মরত কতিপয় দুর্নীতিবাজ এসব কর্মকর্তা ও কর্মচারীর অপসারণ দাবি করে আসছেন এলাকার বীজ ডিলারগণ। কিন্তু অজ্ঞাত কারণে এসব কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলী করা হচ্ছে না। এদিকে দালালচক্রটি গুণগতমান নিশ্চিত না করেই নিয়মবহিভর্‚তভাবে সাধারণ ধান বিএডিসির লোগো যুক্ত ব্যাগে ভরে এসব বীজধান বলে ডিলারদের মাঝে সরবরাহ করছেন। বীজ আসল, নকল, নাকি ভেজাল তা বোঝার ক্ষমতা নেই অধিকাংশ ডিলার ও কৃষকের। এ সুযোগে দালালচক্রটি বিএডিসির লোগো যুক্ত ব্যাগে সাধারণ ধান প্যাক করে তা বীজ ধান বলে বীজ ডিলারদের মধ্যে সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আর প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় এসব বীজধান ব্যবহার করে সাধারণ কৃষকরা প্রতারিত হচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তানোর উপজেলার মুন্ডুমালা বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক বিএডিসির এক বীজ ডিলার বলেন, বিএডিসির রাজশাহী আঞ্চলিক বীজ গুদাম রক্ষকের কাছে তারা প্রায় জিম্মি হয়ে পড়েছেন। গুদাম রক্ষক কখনও উপ-পরিচালক আবার কখনও পরিচালকসহ নানা অজুহাতে দালালচক্রের মাধ্যমে ডিলারদের কাছে থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা আদায় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তানোর উপজেলা সদরের প্রসিদ্ধ (পুরাতন) বিএডিসি’র এক বীজ ডিলার অভিযোগ করে বলেন, দালালচক্রের দাবি পূরণে ব্যর্থ হলেই বিএডিসির লোগো যুক্ত ব্যাগে প্যাক করা (সাধারণ ধান) বীজ ধান বলে তাদের গছিয়ে দেয়া হচ্ছে। তারাও ডিলারসীপ হারানোর ভয়ে কোনো প্রতিবাদ করতে পারছেন না বলে আর্থিক সুবিধা দিয়ে বীজধান কিনতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে উপ-পরিচালককে জানানো হলেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না। এ ব্যাপারে বিএডিসির রাজশাহী আঞ্চলিক বীজ গুদাম রক্ষক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো ডিলার অবৈধ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। এ ব্যাপারে রাজশাহী বিএডিসির উপ-পরিচালক বিএডিসির আঞ্চলিক গুদাম চত্ত¡রে দালালচক্রের অস্তিত্ব অস্বীকার করে বলেন, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ