Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় বিআরটিএ’র র‌্যালী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : গতকাল খুলনায় বিআরটিএ’র আয়োজনে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমুলক এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সকাল ৯টায় ফেরীঘাট মোড় থেকে শুরু করে বিভাগীয় যাদুঘরের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে যাদুঘর মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূর-এ-আলম, সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, বিআরটিএ’র খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম কামরুল হোসেন, বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রেসক্লাবে সভাপতি এস এম হাবিব। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দূর্ঘটনা একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। তাই সব সময় সচেতন হয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হবে। শুধু নিজে নয় অন্যকেও ধীরগতিতে চালানোর জন্য সচেতন করতে হবে। তাহলেই দূর্ঘটনা হ্রাস পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ