Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অনগ্রসর নারীগোষ্ঠী উন্নয়নে মূল স্রোত আনতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে -মেহের আফরোজ চুমকি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ শুধু এশিয়া-ইউরোপ নয় সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। নারীর নিরাপত্তার ও নির্ভরযোগ্য ঠিকানার নাম হলো বাংলাদেশ। গতকাল ইউরোপের লিথুনিয়ার রাজধনিী ভিলনিয়ামে এশিয়া-ইউরোপ সম্মেলনে বক্তৃতা দান কালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশে^ এমন দেশ খুঁজে পাওয়া দুস্কর হবে, যে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, বিরধীদলীয় নেতা নারী। মেহের আফরোজ চুমকী সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী, ডেলিগেটদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও কঠোর নেতৃত্বের কারনেই বাংলাদেশের নারী আজ অর্থনৈতিক-রাজনৈতিক ক্ষমতায়নে সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের উচ্চ শিক্ষিত নারীরা গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। স্বল্প শিক্ষিত নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ