Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি বন্দিদের অনশন ভঙ্গ

৪০ দিন পর বন্দিদের শর্ত মানতে রাজি হয় কারা কর্তৃপক্ষ

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে অনশন ভাঙলেন ইসরাইলি কারাগারে আন্দোলনরত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। প্রতি মাসে বন্দিদের সঙ্গে তাদের পরিবারকে দুইবার সাক্ষাৎ করার সুযোগ দিতে দুই পক্ষের সমঝোতা হওয়ার পর অনশন কর্মসূচির সমাপ্তি টানেন তারা। আগে বন্দিদের সঙ্গে তাদের পরিবার কেবল একবারই দেখা করতে পারতো। ইসরাইলে কারাগারে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেন। এই অনশনে নেতৃত্ব দেন ফাতাহ নেতা মারওয়ান বারগুতি। কারাগারে মৌলিক অধিকার আদায় ও মানবেতর পরিস্থিতি উন্নয়নের দাবিতে তারা এই কর্মসূচি দেন। ইসরাইলের কারা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ১,১৮৭ জন বন্দি এই অনশন কর্মসূচি পালন করেছেন। বন্দিদের দাবি ছিল, আত্মীয়দের সঙ্গে কথা বলার জন্য টেলিফোনের ব্যবস্থা করতে হবে। মাসে অন্তত দুইবার আত্মীয়রা দেখা করতে আসতে পারবে, দেখা করার সময় বৃদ্ধি পাবে এবং আত্মীয়দের সঙ্গে ছবি তুলতে পারবে। ৪০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে সমঝোতা হয় এবং শুক্রবার রাতে তারা অনশন ভাঙতে রাজি হন। ফিলিস্তিনি পরিসংখ্যান অধিদফতরের মতে, ১৯৬৭ সালের পর থেকে ইসরাইলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি মারা গেছেন। অনেক বন্দি স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগেন। এছাড়া কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বন্দিদের সঙ্গে বাজে আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। বস্তা নামে একটি কালো গাড়িতে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। বন্দিরা দাবি করেছেন, ওই গাড়িতে অন্ধকারে তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ