Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীলংকায় ৫ লাখ মানুষ গৃহহীন

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলংকায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২২ জন হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৭০০ বাড়ি। গৃহহীন হয়েছেন অন্তত ৫ লাখ মানুষ। শ্রীলংকা সরকার এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ মাধ্যম জানায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের ভারি বর্ষণে শ্রীলংকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০০৩ সালের মে মাসে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে নিহত হন অন্তত ২৫০ জন। ধ্বংস হয় অন্তত ১০ হাজার বাড়ি। ২০১৬ সালের মে মাসে শ্রীলংকার মধ্যাঞ্চলীয় জেলা কেগালে ভূমিধসে অন্তত ১২৭ জন প্রাণ হারান। এবারের ধ্বংসযজ্ঞকে সেগুলোর তুলনায় আরো ‘মারাত্মক’ বিবেচনা করছে ডিএমসি। বলা হচ্ছে, গত ১৪ বছরের মধ্যে এবারই সবচে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দ্বীপ রাষ্ট্রটি। উদ্ধার অভিযান চলছে। অভিযানে সেনাবাহিনীর নৌকা ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খারাপ আবহাওয়া ও রাস্তা ভেঙে পড়ায় দুর্যোগ কবলিত বেশ কিছু এলাকায় এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। সেসব স্থানে ত্রাণ পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী দুনেশ জ্ঞানকান্দা। তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মাতারায় বন্যা ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে ১৮৫ টি আশ্রয় শিবির খোলা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুলুতারা জেলায় ভূমি ধসের অন্তত ৫টি ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধার কাজ চলছে। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ