Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই হাজার কোটি টাকার লেনদেন এখন তিনশ’ কোটির বৃত্তে

শেয়ারবাজারে ধারাবাহিক পতন

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কিছু দিন আগেও ঢাকার শেয়ারবাজারে হাজার কোটি টাকার উপরে লেনদেন হতো। মাঝে মাঝে দুই হাজার কোটি টাকারও লেনদেন হয়েছে। তখন বাজার সংশ্লিষ্ট সবাই বলেছিল, বাজারে স্বাভাবিক গতি ফিরেছে। এ গতিতেই বাজার চলবে। কিন্তু এখন বাজারে লেনদেনে প্রতি নিয়তই ভাটা পড়ছে। ডিএসইতে গতকাল ৩১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শুধু গতকালই নয় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৫ কার্যদিবস ধরে আর্থিক লেনদেন কমছে। বিগত সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। এর আগের ৫ কার্যদিবস যথাক্রমে ৩৪ কোটি ১ লাখ টাকা, ৩৬৩ কোটি ৪২ লাখ টাকা, ৫২৩ কোটি ৯২ লাখ টাকা, ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকা ও ৬১২ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ১২ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্যাসিফিক ডেনিম লিমিটেড, ইফাদ অটোমোবাইল, অগ্নি সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল এবং আরএসআরএম স্টিল।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০০ পয়েন্টে, সিএসই- ৫০ সূচক ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, খান ব্রাদার্স, খুলনা পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ার এবং সামিট পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ