Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে বনভূমি জবর দখলকারীদের উচ্ছেদ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় বন বিভাগ গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ একর বনভূমি জবরদখলকারীদের উচ্ছেদ করেছে। জানা যায়, টেপিরবাড়ী মৌজার সিএস ৫৩ নং দাগের ২২৮ একর বনভূমির মধ্যে ২ একর ভূমি স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ বনভূমির গাছপালা কেটে জবরদখল করে রাতে শিল্পকারখানার সাইনবোর্ড ব্যবহার করে সীমানা দেয়াল নির্মাণ করে। খবর পেয়ে গতকাল রোববার ভোর ৫টার দিকে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে রাজেন্দ্রপুর রেঞ্জ ও শ্রীপুর রেঞ্জের যৌথ উদ্যোগে বিপুলসংখ্যক বন বিভাগের কর্মকর্তা কর্মচারী নিয়ে যৌথ অভিযান চালিয়ে ওই জমির সীমানা দেয়াল ভেঙে জবরদখল উচ্ছেদ করা হয়। সাতখামাইর বিট কর্মকর্তা রইছ উদ্দিন আহম্মেদ জানান, এলাকার প্রভাবশালী দুলাল এন্ড ব্রাদার্স লিঃ (ডিবিএল) গ্রুপের নামে ওই জমি জবর দখল করে। শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, জমির স্থানীয় প্রভাবশালী মহল ও জবরদখলকারী ডিবিএল গ্রুপের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দেয়া হয়েছে। এঘটনায় মামলার দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে বনভূমি জবর দখলকারীদের উচ্ছেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ