Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ান ফ্লাইটে বোমাতঙ্ক, আটক ১

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উড্ডয়নের কিছু সময় পরে বাধে বিপত্তি। মদ্যপ এক যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেন। বোমা হামলা চালিয়ে ফ্লাইটটি উড়িয়ে দেয়ার হুমকি দেন। এসময় যাত্রী ও ক্রুদের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বুধবার রাতে যাত্রা করা উড়োজাহাজটি পরে মেলবোর্ন ফিরে আসে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১২৮ ফ্লাইটটি। নিরাপদে অবতরণ করে। আটক করা হয় হুমকিদাতাকে। তবে তার কাছে কোনো বোমা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। মালয়েশিয়ার পরিবহন বিষয়ক উপমন্ত্রী আব্দুল আজিজ বিন কাপরাওয়ি জানান, আটককৃত ব্যক্তির বয়স ২৫ বছর। তিনি শ্রীলংকার নাগরিক। ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা বোমার মত দেখতে বস্তুটি ছিল একটি পাওয়ার ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, বিমানচলাকালীন সময়ে এক যাত্রী দাবি করে তার কাছে বোমা আছে। অ্যান্ড্রু লিওনসি নামে বিমানের এক যাত্রী বলেন, তিনি এই বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। এবং সে খুবই আত্মবিশ্বাসী ছিল এই ব্যাপারে। বিজনেস ক্লাসের এক যাত্রীও এমনটা জানান। তিনি বলেন, স্টাফরা চিৎকার করছিলো যে সাহায্য প্রয়োজন। আমিও সিটবেল্ট খুলে ঝাপিয়ে পড়ি। এরপর ওই ব্যক্তি বিমানের পেছনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুজন ধরে তার হাত থেকে বোমা ছিনিয়ে নেয় এবং তাকে বেঁধে ফেলে। যাত্রীদের মাঝে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  বিবিসি,আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ