Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে ১০ সরকারি সেনা নিহত

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে আইএস বিরোধী যুদ্ধে ভুল বিমান হামলায় ১০ সরকারি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭ সেনা সদস্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বুধবার বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ বিমান বিদ্রোহীদের দখলে থাকা মারাউয়ি শহরের কেন্দ্রস্থলে বোমাবর্ষণ করে। এতে বিদ্রোহীদের বদলে সরকারি বাহিনীর ১০ সেনা নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো আট সেনা। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে বুধবার প্রথমবারের মতো এসএফ-২৬০ বিমান ব্যবহার করেছে সরকার। এর আগে গত এক সপ্তাহ ধরে শহর থেকে বিদ্রোহীদের হটাতে স্থল অভিযান ও হেলিকপ্টার থেকে রকেট হামলা চালাচ্ছিল সেনাবাহিনী। লোরেঞ্জানা বলেন, নিজেদের সেনাদের হামলা চালানো খুবই দুঃখজনক। কোথাও কোনো একটা ভুল হয়েছে, হয়তো ভূমি থেকে কেউ নির্দেশনা দিচ্ছিল অথবা পাইলটের কারণেই। ২৩ মে বিদ্রোহীরা মারাউয়ি শহর দখল করে। গত নয় দিন ধরে চলা লড়াইয়ে ১৯ বেসামরিক ব্যক্তি, ৩৮ সেনা ও ১২০ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। ঘটনার কারণ হিসেবে বার্তা যোগাযোগ ত্রæটিকেই তুলে ধরেছেন তিনি। তবে দেশের কোন অঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। ফিলিপাইনের মারাউই দ্বীপে আইএস বিরোধী বিশাল অভিযান চালানো হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় চলছে সেনা অভিযান। সরকারের দাবি, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ওই দ্বীপ দখল করে নাশকতার রাজত্ব কায়েম করতে চাইছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ