Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসিরে ম্লান আবাহনীর শিরোপাস্বপ্ন

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লীগে আবাহনী লিমিটেডকে হারালো গাজী গ্রæপ ক্রিকেটার্স। সুপার লীগের চতুর্থ রাউন্ডের ম্যাচে আবাহনী ৬ উইকেটে হেরেছে গাজী গ্রæপ ক্রিকেটার্সের কাছে। হ্যাটট্টিক জয়ের পর প্রথম হারের স্বাদ পেলো আবাহনী লিমিটেড। পক্ষান্তরে সুপার লীগের চতুর্থ রাউন্ড শেষে তৃতীয় জয় পেলো গাজী। এই হারে আবাহনীকে শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকেই দিলেন নাসির।
গতকাল সাভারের বিকেএসপির তিন নম্বরে মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানেই গুটিয়ে যায় আবাহনী। জবাবে নাসিরের অপরাজিত ৫৬ ও উইকেটরক্ষক আনামুল হকের ৪১ রানের সুবাদে ৮০ বল আগেই জয়ের স্বাদ পায় গাজী। ম্যাচ সেরা হয়েছেন নাসির। ৭ ইনিংসে নাসিরের রান ৪৭৭, মাত্র একবার আউট হওয়ায় তার গড়ও সেটাই।
১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে রয়েছে গাজী। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আবাহনী। এর আগে প্রথম পর্বেও গাজীর কাছে হারায় দুই দলের পয়েন্ট সমান হলেও শিরোপা ঘরে তুলবে নাসিরের দল। ১৪ ম্যাচে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২০। আজ মোহামেডানের কাছে তারা হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গাজীর।
মোহামেডানকে হারানোর পর শেষ রাউন্ডে দোলেশ্বর গাজীকে হারাতে পারলে ও আবাহনী শেষ ম্যাচে শেখ জামাল ধানমÐি ক্লাবকে হারালে তিন দলেরই পয়েন্ট থাকবে সমান। তখন তিন দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা যাবে দোলেশ্বরের ঘরে। এক্ষেত্রে শেষ ম্যাচে আবাহনী হারলে গাজী ও দোলেশ্বরের পয়েন্ট হবে সমান। তখনও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে দোলেশ্বর।
দিনের অপর ম্যাচে ওপেনার মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রথম জয়ের স্বাদ পেলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। সুপার লীগের চার রাউন্ড শেষে এটিই ছিলো প্রাইম ব্যাংকের প্রথম জয়। আর সুপার লীগের চার ম্যাচের সবক’টিতেই হারলো শেখ জামাল।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করে তানবীর হায়দারের ৫৮ ও অধিনায়ক ইলিয়াস সানির ৫৭ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করে শেখ জামাল। প্রাইম ব্যাংকের আল-আমিন হোসেন ৪৬ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার মারুফ। ১০টি চার ও ৪টি ছক্কায় ১৪৩ বলে ১২৭ রান করেন তিনি। তার ব্যাটিং দৃঢ়তায় ১২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। এছাড়া জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৯ রান। ম্যাচের সেরা হয়েছেন মেহেদি মারুফ।
এছাড়া, দুই দলেরই অবনমন নিশ্চিত হয়ে যাওয়ায় গতকাল রেলিগেশন লিগে ভিক্টোরিয়া ও পারটেক্সের ম্যাচ ছিল শুধুই নিয়ম রক্ষার। সেই ম্যাচে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলকে ৩২ রানে হারিয়েছে ভিক্টোরিয়া।

আবাহনী-গাজী গ্রæপ
আবাহনী : ৪১.২ ওভারে ১৫৬ (সাইফ ০, সাদমান ০, নাজমুল ১১, মিঠুন ২৮, লিটন ৩০, আফিফ ৩২, শুভাগত ২৩, মনন ১, সাইফউদ্দিন ৯*, সাকলাইন ৯, জায়েদ ০; হায়দার ২/২৪, হোসেন ১/২৩, মেহেদী ৩/৩০, আবরার ১/৩৫, নাসির ৩/৩৬)।
গাজী গ্রæপ ক্রিকেটার্স : ৩৬.৪ ওভারে ১৫৭/৪ (এনামুল ৪১, মুনিম ০, মুমিনুল ২১, নাসির ৫৬*, জহুরুল ৭, নাদিফ ২৬*; মনন ২/৪০, সাকলাইন ০/২৮, শুভাগত ১/২৭, আফিফ ০/১৩, জায়েদ ০/২৫, সাইফউদ্দিন ১/২২)।
ফল : গাজী গ্রæপ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : নাসির হোসেন (গাজী গ্রæপ)।

শেখ জামাল-প্রাইম ব্যাংক
শেখ জামাল ধানমÐি ক্লাব : ৫০ ওভারে ২৪২/৭ (মাহমুদ ৭, আল মামুন ৩২, মাহবুবুল ২৭, সোহাগ ১৩, জিয়া ৬, তানবীর ৫৮, সানি ৫৭, মেহেদী ২০*, শাহাদাত ১*; আল আমিন ৩/৪৬, আরিফুল ০/৩৫, নাহিদুল ১/২০, রায়হান ০/২৮, তাইবুর ২/৩৯, রাফাতুল্লাহ ০/১৭, আসিফ ১/৪১)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪৮ ওভারে ২৪৩/৫ (মারুফ ১২৭, শানাজ ২, জাকির ৪৯, রাফাতুল্লাহ ২৪, আসিফ ২৬, আরিফুল ৭*, আরিফুর ১*; শাহাদাত ০/১৯, রুবাইয়াত ১/২৭, সোহাগ ১/৫৪, সানি ০/৪২, তানবীর ১/৪৮, মাহমুদ ১/৩৭, মেহেদী ১/১২)
ফল : প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক)।

ভিক্টোরিয়া-পারটেক্স
ভিক্টোরিয়া : ২০ ওভারে ১২০/১ (নাসিরউদ্দিন ৫২*, রাজিব ৫০, সাদমিম ৪*; জয়নুল ০/৭, কবীর ০/৩১, করিম ০/১০, শাহানুর ০/৭, মাসুম ০/১৫, মাসুদ ১/৩০, হাফিজ ০/৯, জনি ০/৯)।
পারটেক্স: ২০ ওভারে ৮৮/৪ (জনি ৩৪, মাসুদ ১৭, যারিফ ২, করিম ২১*, মাসুম ৬; শফিউল ০/৮, তৌহিদুল ০/৯, মুজিবর ০/৮, মইনুল ২/১৮, ইমরান ০/৮, নাসিরউদ্দিন ০/১৩, মনির ২/২১)।
ফল : ভিক্টোরিয়া ৩২ রানে জয়ী।
ম্যাচ সেরা : নাসিরউদ্দিন (ভিক্টোরিয়া)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসির

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ