Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেন্সরে যাচ্ছে হুমায়ুন ফরীদির শেষ সিনেমা

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মৃত্যুর আগেই ‘এক জবানের জমিদার হেলে গেলেন এবার’ সিনেমার শুটিং এবং ডাবিং শেষ করে গিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদি। তারপর প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যান মারা যান। ফলে সিনেমাটির মুক্তি আটকে যায়। পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন, সিনেমার সব কাজ শেষ করেছি। আগামী বৃহ¯পতিবার সেন্সর বোর্ডে জমা দেব। পরিচালক জানান, ২০১১ সালে সিনেমাটির শুটিং শেষ হয়েছিল। হুমায়ুন ফরীদি ডাবিংও শেষ করেছিলেন। কিন্তু প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যান মারা যাওয়ার পর কাজটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে সিনেমাটি পড়ে ছিল, কে প্রযোজনা করবে? বাকি কাজ কীভাবে শেষ করব, এ বিষয়ে আমরা কোনো কিছু করতে পারছিলাম না। কয়েক মাস আগে প্রযোজকের পরিবার থেকে বন্ধ হয়ে থাকা সিনেমার কাজগুলো শেষ করার উদ্যোগ নেয়া হয়। আমরা শুটিং করেছিলাম ৩৫ মিলিমিটারে। এখন এটাকে ডিজিটালে কনভার্ট করে সব কাজ শেষ করেছি। এখন সেন্সর পেলেই মুক্তির তারিখ ঘোষণা করব। তিনি বলেন, সিনেমাটিতে জমিদারের চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। তিনিই এক জবানের জমিদার। একবার যা বলেন, তাই করেন। জমিদার আমলের গল্পের সিনেমাটি আশা করি দর্শকদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেন্সরে যাচ্ছে হুমায়ুন ফরীদির শেষ সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ