Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কয়রায় খাদ্যমূল্য বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা ঃ কয়রায় ডিআরআই’র উদ্যোগে খাদ্যমূল্যের উঠানামা “সংকটের মধ্যে বসবাস” গবেষণা ফলাফল বিষয়ের উপর দিনব্যাপী কর্মশালা গত ৫ মার্চ সকাল ১০টায় ৩নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. দাউদ আলী মোল্যার সভাপতিত্বে ও ডিআরআই’র গবেষক জাবির হোসেনের পরিচালনায় কর্মশালায় মূল বিষয়ের উপর আলোচনা রাখেন সংস্থার মূল গবেষণা ফলাফল কর্মকর্তা শামীম রেজা খান, গবেষক রাজিব হায়দার। কর্মশালায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ইউপি সদস্য শরিফা খাতুন, সমাজ সেবক মাওঃ আমজাদ হোসেন, শেখ রোকনুজ্জামান, ডা. কামরুজজামান, বদরুল আলম, রাফিয়া আকতার সাথী, দীপঙ্কর বৈদ্য, সহ-সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশ হিসেবে সারাবিশে^ পরিচিত। দেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশই এখনো খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক অনেক সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষের জীবযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে সাধারণ ও দরিদ্র লোকেরা যা আয় করছে তা দিয়ে তারা তাদের মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছে না আবার সরকারেরও সীমিত সম্পদ পুঁজি করে এই বিশাল সংখ্যক লোককে সাহায্য-সহযোগিতা বা অনুদান দেবার সামর্থ্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়রায় খাদ্যমূল্য বিষয়ক কর্মশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ